West Bengal News: গভীর রাতের চন্দননগরে হঠাৎ হাজির পুলিশ সুপার, শুরু নাকা চেকিং! হলটা কী? শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশকে নিয়ে ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নাকা কেমন চলছে তা ঘুরে দেখেন।
#চন্দননগর: সামনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো। অপরাধ ঠেকাতে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় নাকা চেকিং গভীর রাতে। শনিবার রাত এগারোটা থেকে কমিশনারেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে শুরু হয় নাকা। শহরে ঢোকা-বেরোনোর রাস্তাগুলোতে ট্রাফিক পুলিশ গাড়ি বাইকে তল্লাশি চালাতে থাকে।
পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশকে নিয়ে ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নাকা কেমন চলছে তা ঘুরে দেখেন। চুঁচুড়া খাদিনা মোড় পুলিশ সুপার বলেন, ''সামনে জগদ্ধাত্রী পুজো তার আগে কালী পুজো রয়েছে। বেআইনি শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলছে।''
advertisement
advertisement
পাশাপাশি বেআইনি মদ পাচার আটকানো, দুষ্কৃতীরা যাতে এই সময় কার্যকলাপ করতে না পারে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ। নাকা চেকিং শুরু হয়েছে, চলবে দিনে রাতে। চুরি ছিনতাই যাতে না হয় তার জন্য পুলিশি সক্রিয়তা বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
advertisement
চুঁচুড়া থানা এলাকার সাতটি পয়েন্টে নাকা চলে মধ্য রাত পর্যন্ত। বাইক আরোহীদের দাঁড় করিয়ে ব্যাগ তল্লাশি করা হয়। চার চাকা গাড়ির ডিকি খুলে যাত্রীদের নামিয়েও চলে তল্লাশি। তবে, তল্লাশিতে এখনও পর্যন্ত কিছু না মেলেনি। যদিও এই ধরনের প্রিভেনটিভ নাকা আপাতত চলবে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2022 8:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: গভীর রাতের চন্দননগরে হঠাৎ হাজির পুলিশ সুপার, শুরু নাকা চেকিং! হলটা কী? শোরগোল