TMC Worker murder: টোটো থেকে নামিয়ে মাথায় পর পর গুলি! নৈহাটিতে খুন তৃণমূল কর্মী, এলাকায় আতঙ্ক

Last Updated:

সন্তোষের গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা ছিল৷ তৃণমূল বিধায়ক সনৎ দে-র দাবি, চার রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা৷

নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব৷
নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব৷
অরুণ ঘোষ, নৈহাটি: টোটো থেকে নামিয়ে নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে নৃশংস ভাবে হত্যা করল দুষ্কৃতীরা৷ নিহত তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব৷ এ দিন বিকেলে নৈহাটির ব্যানার্জীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে৷ অর্জুন সিংয়ের আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে বলে অভিযোগ করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে৷
সন্তোষ যাদব (৩৮) নামে ওই তৃণমূল কর্মী নৈহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকায় থাকতেন৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন বিকেলে সন্তোষ টোটোয় করে বাড়ি ফিরছিলেন৷ জোড়া বাড়ি ব্যানার্জী পাড়ার কাছে টোটো থামিয়ে সন্তোষকে রাস্তায় নামায় কয়েকজন দুষ্কৃতী৷ এর পর খুব কাছ থেকে কপালে গুলি করা হয় সন্তোষকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষের৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, সন্তোষের গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা ছিল৷ তৃণমূল বিধায়ক সনৎ দে-র দাবি, চার রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা৷ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি৷ সনৎ দে বলেন, ‘অর্জুন সিং লোকসভা ভোটে হেরে যাওয়ার পর থেকেই তৃণমূল কর্মীদের টার্গেট করছে৷ এর আগেও সন্তোষকে প্রাণে মারার চেষ্টা করেছিল৷ রাজেশ সাউ, চিন্টু সিং সহ আট জন এসে এই হামলা চালিয়েছে৷ এরা সবাই অর্জুন সিংয়ের পোষা গুন্ডা৷’ নিহত তৃণমূলকর্মীর মায়েরও অভিযোগ, রাজেশ সাউ এবং তার দলবলই তাঁর ছেলেকে খুন করেছে৷
advertisement
তৃণমূল বিধায়ক দাবি করেছেন, গুলি করার পর দুটি বাইক এবং গাড়ি নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা৷ যদিও তৃণমূল বিধায়কের তোলা অভিযোগ অস্বীকার করে অর্জুন সিংয়ের দাবি, পারিবারিক বিবাদের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Worker murder: টোটো থেকে নামিয়ে মাথায় পর পর গুলি! নৈহাটিতে খুন তৃণমূল কর্মী, এলাকায় আতঙ্ক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement