Nadia News: মন্দিরের নাম ‘অপরাধ ভঞ্জন’! চমকে যাবেন ইতিহাস ও নামকরণের কারণ জানলে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমন কালে নবদ্বীপ থেকে থেকে নৌকা পথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল
মৈনাক দেবনাথ, কল্যাণী: নদিয়ার কল্যাণী গয়েশপুর কুলিয়া পাঠ ‘অপরাধ ভঞ্জন মন্দির’-এর নাম এরকম কেন? এ নিয়ে বহু বিতর্ক রয়েছে। আনুমানিক ৫৭০ বছরের পুরনো এই মন্দির। তবে কী ভাবে এই নাম এল? স্থানীয় সূত্রে জানা যায়, নীলাচল থেকে নৌকা করে পণ্ডিত দেবানন্দ গোস্বামী আশ্রমে আসেন, পণ্ডিত দেবানন্দ গোস্বামীর অহংকার চূর্ণ করে।
কথিত, মহাপ্রভু শ্রী ধাম নবদ্বীপের দূরাচারী পাপিষ্ট বড় চাপাল গোপাল বৈষম্য অপরাধ করেন । তার ফলে চাপাল গোপাল দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হন। এই ব্যাধি থেকে মুক্তি পেতে নানা প্রান্তে ঘোরে কিন্তু কিছুতেই মুক্তি লাভ করতে পারেনি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমন কালে নবদ্বীপ থেকে থেকে নৌকা পথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল।
advertisement
আরও পড়ুন : অযোধ্যার আদলে রাম মন্দির এ বার গঙ্গাপারের এ জেলাতেও! হয়ে গেল ভূমিপুজো
কিংবদন্তি বলে, মহাপ্রভুর কৃপায় কুষ্ঠ রোগ থেকে মুক্তি পায় চাপাল গোপাল। এরপর নদীতে স্নান করে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা লাভ করেন। পরবর্তীতে তাদের নতুন নামকরণ হয় দৈবকী নন্দন। এরপর মহাপ্রভু কুলিয়া পাঠ থেকে রওনা দেন শান্তিপুর অদ্বৈত মহাপ্রভুর গৃহে। সেই থেকে এই স্থানের নাম হয় বৈষ্ণব তীর্থ কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2025 10:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মন্দিরের নাম ‘অপরাধ ভঞ্জন’! চমকে যাবেন ইতিহাস ও নামকরণের কারণ জানলে