Nadia News: মন্দিরের নাম ‘অপরাধ ভঞ্জন’! চমকে যাবেন ইতিহাস ও নামকরণের কারণ জানলে

Last Updated:

Nadia News: পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমন কালে নবদ্বীপ থেকে থেকে নৌকা পথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল

+
নদিয়ার

নদিয়ার কল্যাণী গয়েশপুরের কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মন্দির

মৈনাক দেবনাথ, কল্যাণী: নদিয়ার কল্যাণী গয়েশপুর কুলিয়া পাঠ ‘অপরাধ ভঞ্জন মন্দির’-এর নাম এরকম কেন?  এ নিয়ে বহু বিতর্ক রয়েছে। আনুমানিক ৫৭০ বছরের পুরনো এই মন্দির। তবে কী ভাবে এই নাম এল? স্থানীয় সূত্রে জানা যায়, নীলাচল থেকে নৌকা করে পণ্ডিত দেবানন্দ গোস্বামী আশ্রমে আসেন, পণ্ডিত দেবানন্দ গোস্বামীর অহংকার চূর্ণ করে।
কথিত, মহাপ্রভু শ্রী ধাম নবদ্বীপের দূরাচারী পাপিষ্ট বড় চাপাল গোপাল বৈষম্য অপরাধ করেন । তার ফলে চাপাল গোপাল দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হন। এই ব্যাধি থেকে মুক্তি পেতে নানা প্রান্তে ঘোরে কিন্তু কিছুতেই মুক্তি লাভ করতে পারেনি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমন কালে নবদ্বীপ থেকে থেকে নৌকা পথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল।
advertisement
আরও পড়ুন : অ‌যোধ্যার আদলে রাম মন্দির এ বার গঙ্গাপারের এ জেলাতেও! হয়ে গেল ভূমিপুজো
কিংবদন্তি বলে, মহাপ্রভুর কৃপায় কুষ্ঠ রোগ থেকে মুক্তি পায় চাপাল গোপাল। এরপর নদীতে স্নান করে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা লাভ করেন। পরবর্তীতে তাদের নতুন নামকরণ হয় দৈবকী নন্দন। এরপর মহাপ্রভু কুলিয়া পাঠ থেকে রওনা দেন শান্তিপুর অদ্বৈত মহাপ্রভুর গৃহে। সেই থেকে এই স্থানের নাম হয় বৈষ্ণব তীর্থ কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মন্দিরের নাম ‘অপরাধ ভঞ্জন’! চমকে যাবেন ইতিহাস ও নামকরণের কারণ জানলে
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement