Nadia News: জলঙ্গিতে আয়োজিত ম্যারাথনে প্রথম এবং দ্বিতীয় খেতাব নদিয়ার

Last Updated:

খেলা শেষে প্রথম হন নদিয়ার থানারপাড়ার দোগাছির রবিউল সাহ। দ্বিতীয় হয় নদিয়ারই কেচুয়াডাঙ্গার কৌশিক মন্ডল

রাস্তায় দৌড় ম্যারাথন অংশগ্রহণকারীর
রাস্তায় দৌড় ম্যারাথন অংশগ্রহণকারীর
নদিয়া: জলঙ্গীর সাদিখারদিয়াড় বিদ্যানিকেতনের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে এদিন সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় জলঙ্গীর সুধিরসাহ মোড় থেকে সাদিখারদিয়াড় স্কুল মোড় পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিমি পথ। যার উদ্বোধন করেন সাদিখারদিয়াড় বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্রী তথা গোটা এশিয়া মহাদেশে নামকামানো ক্রিড়াবিদ সুফিয়া বেগম। পাশাপাশি উপস্থিত ছিলেন জলঙ্গীর বিডিও সুব্রত মল্লিক, স্কুল কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ সহ আরও অন্যান্যরা। এই ম্যরাথনে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা সহ পড়শি জেলা নদিয়ার খেলোয়াড়েরা।
খেলা শেষে প্রথম হন নদিয়ার থানারপাড়ার দোগাছির রবিউল সাহ। দ্বিতীয় হয় নদিয়ারই কেচুয়াডাঙ্গার কৌশিক মন্ডল। এবং তৃতীয় স্থান অধিকার করেন জলঙ্গীর সাদিখারদিয়াড় এলাকার রনিত কর্মকার।
advertisement
উল্লেখ্য, নদিয়া জেলায় এর আগেও একাধিক ছেলেমেয়েরা উঠে এসেছে খেলার জগতে। কেউ ফুটবল কেউ ক্রিকেট কিংবা কেউ দৌড় প্রতিযোগিতায় রাজ্য তথা দেশ এবং বিদেশের মাটিতেও পা রেখে ঘরে নিয়ে এসেছে পদক। খেলাধুলা ও শরীরচর্চা বরাবরই আমাদের স্বাস্থ্য ও মন দুই ভালো রাখে। সেই কারণে ই বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সেলিব্রেটি দুনিয়ার মানুষ প্রত্যেকেই খেলাধুলা ও শরীরচর্চা কে প্রাধান্য দিচ্ছেন বর্তমানে বেশি করে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: জলঙ্গিতে আয়োজিত ম্যারাথনে প্রথম এবং দ্বিতীয় খেতাব নদিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement