বন্ধুদের জোরাজুরিতে মদ্যপান, ট্রাই সাইকেল নিয়ে বিচারপতির স্ত্রীকে ধাক্কা! নদিয়ার যুবককে যেভাবে খেসারত দিতে হল...

Last Updated:

দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার ও ট্রাই সাইকেলটি বাজেয়াপ্ত করে

তেহট্ট মহকুমা আদালত
তেহট্ট মহকুমা আদালত
নদিয়া, সমীর রুদ্রঃ বন্ধুর জন্মদিনে বন্ধুদের জোরাজুরিতে মদ্যপান করেছিলেন বিশেষ চাহিদাসম্পন্ন যুবক। তার খেসারত যে এভাবে দিতে হবে সেটা হয়তো কল্পনাও করেননি। ৭৫ দিন কারাবাসের পর বিশ্ব মানবিকতা দিবসে অবশেষে মুক্তি পেলেন ওই যুবক। কিন্তু কেন তাঁর এই পরিণতি? কী হয়েছিল বন্ধুর জন্মদিনের দিন?
জানা গিয়েছে, পলাশিপাড়া থানার চকবিহারীর বাসিন্দা উজ্জ্বল হাজরা। ওই যুবক ১০০ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন। চলাফেরার জন্য ভরসা ট্রাই সাইকেল। বাবা, মা অন্যত্র কাজ করেন। দিদিমা পরিচারিকার কাজ করে তাঁকে দেখাশোনা করেন। গত ৬ জুন বন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ি গিয়েছিলেন এই যুবক। অভিযোগ, সেখানে তাঁকে জোর করে মদ্যপান করানো হয়।
advertisement
আরও পড়ুনঃ বাঁশের মাচাই ভরসা, প্রাণ হাতে নিয়ে রোজ যাতায়াত! ছবি দেখলে আঁতকে উঠবেন
সেদিন বিকেল নাগাদ মদ্যপ অবস্থায় ট্রাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল। সেই সময় তেহট্টের জিতপুর মোড় এলাকায় একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে এসেছিলেন হাইকোর্টের বিচারপতির স্ত্রী। অভিযোগ, তিনি গাড়ি থেকে নামতেই ওই যুবক দ্রুত গতিতে ট্রাই সাইকেল নিয়ে তাঁকে ধাক্কা মারেন। বিচারপতির স্ত্রী মাটিতে পড়ে যান এবং আহত হন। তাঁর সঙ্গে থাকা দেহরক্ষী তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় তেহট্ট থানার পুলিশ। দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার ও ট্রাই সাইকেলটি বাজেয়াপ্ত করে।
advertisement
advertisement
এরপর থেকে দীর্ঘদিন ধরে ওই যুবক জেল হেফাজতে থাকলেও কোনও আইনজীবী তাঁর হয়ে জামিনের আবেদন করেননি। কয়েকদিন আগে জেল সুপারের মাধ্যমে লিগাল এড-এ আইনজীবীর আবেদন করেন ওই যুবক। এরপর তেহট্ট মহকুমা আদালতের আইনজীবী অনিকেত জোয়ার্দার ওই যুবকের জামিনের আবেদন জানান। অবশেষে দীর্ঘ ৭৫ দিন কারাবাসের পর বুধবার বিশ্ব মানবিকতা দিবসে আদালত ওই যুবকের জামিন মঞ্জুর করে। উজ্জ্বল মুক্তি পেতেই খুশির হাওয়া পরিবারে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুদের জোরাজুরিতে মদ্যপান, ট্রাই সাইকেল নিয়ে বিচারপতির স্ত্রীকে ধাক্কা! নদিয়ার যুবককে যেভাবে খেসারত দিতে হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement