এক গলা মদ খেয়ে স্কুলে ঢুকে... পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! স্কুলের গেটে তালা ঝুলিয়ে পথে বসেছে ক্ষুব্ধ পড়ুয়ারা

Last Updated:

সোমবার স্কুল খুলতেই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় তারা।

মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে অভব্য আচরণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ পড়ুয়াদের
মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে অভব্য আচরণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ পড়ুয়াদের
নদিয়া, সমীর রুদ্র: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে অভব্য আচরণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তুলতেও উদ্যত হন ওই প্রধান। এই ঘটনার জেরে অবরোধে সামিল স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানার বার্ণিয়ায়।
পড়ুয়াদের অভিযোগ, শুক্রবার স্কুল চলাকালীন মদ্যপ অবস্থায় বার্নিয়া হাইস্কুলে যান বার্ণিয়া পঞ্চায়েতের প্রধান তরুণ ঘোষ। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অভব্য আচরণ ও গালিগালাজ করেন। এমনকি তাঁদের মারধরও করতে যান বলে অভিযোগ। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ প্রধানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সোমবার স্কুল খুলতেই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় তারা।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বের সেরা দশের একজন! নদিয়ার গর্ব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কী এমন করে দেখালেন তিনি? জানুন তাঁর অসামান্য কীর্তি
ছাত্রীদের দাবি, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। পঞ্চায়েত প্রধান স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যা করেছেন, একই ঘটনা দু’দিন পর পড়ুয়াদের সঙ্গেও করবেন না তার নিশ্চয়তা কোথায়! অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বার্ণিয়ায় তেহট্ট ঘাট-দেবগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফেলে দেওয়া নারকেলের খোলা, গাছের ডাল কুড়িয়ে চলছে সংসার! বাঁকুড়ার এই শিল্পীর প্রতিভা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, দেখুন ঝলক
এদিকে দুর্ঘটনা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বারবার প্রশ্ন করা সত্ত্বেও প্রধানের নাম মুখে আনতে চাননি তিনি। প্রধান শিক্ষকের এমন আচরণ বিষয়টিকে আরও অসংগতিপূর্ণ করে তুলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক গলা মদ খেয়ে স্কুলে ঢুকে... পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! স্কুলের গেটে তালা ঝুলিয়ে পথে বসেছে ক্ষুব্ধ পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement