Nadia News: ফের 'ঘাতক' অতিরিক্ত গতি, কৃষ্ণনগরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, গুরুতর জখম অন্তত ৩০
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
দুটি বাসের রেষারেষির জেরে বাস উল্টে জখম অন্তত ৩০ যাত্রী। সোমবার সকালে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে
কৃষ্ণনগর: দুটি বাসের রেষারেষির জেরে বাস উল্টে জখম অন্তত ৩০ যাত্রী। সোমবার সকালে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দু’টি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর আসছিল। নিজেদের মধ্যে রেষারেষির ফলে জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এর ফলে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী জখম হন।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। পুলিশ দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসি পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচির পরেও হুঁশ ফিরছে না একশ্রেণীর মানুষের। দেখা যাচ্ছে বেশিরভাগ পথ দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ অতিরিক্ত গতি। যে-কোনও রাস্তায় নির্ধারিত গতির থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্যই ঘটছে ভয়ানক দুর্ঘটনা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 11:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ফের 'ঘাতক' অতিরিক্ত গতি, কৃষ্ণনগরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, গুরুতর জখম অন্তত ৩০

