Nadia News: 'মা, আমি ফোন ভেঙে দিলাম'-এই শেষ কথা, এরপরেই নিখোঁজ নদিয়ার যুবক! পিছনে কি কোনও মহিলা নাকি...ভয়াবহ ঘটনা
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Nadia News: তামিলনাড়ুতে কাজে গিয়ে নদিয়ার শান্তিপুর এলাকার ২২ বছরের পরিযায়ী শ্রমিক ভোলা বিশ্বাসের রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে।
শান্তিপুর, মৈনাক দেবনাথ: তামিলনাড়ু থেকে ফেরার পথে রহস্যজনকভাবে ট্রেন থেকে নিখোঁজ শান্তিপুরের এক পরিযায়ী শ্রমিক। আট দিন বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পরিবার। এলাকায় চাঞ্চল্য। তামিলনাড়ুতে কাজে গিয়ে নদিয়ার শান্তিপুর এলাকার ২২ বছরের পরিযায়ী শ্রমিক ভোলা বিশ্বাসের রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে।
জানা গিয়েছে, গত সাত দিন আগে তামিলনাড়ু থেকে বাড়ি ফিরে আসছিল ভোলা। শেষ বারের জন্য গত রাসে এসেছিলেন শান্তিপুরে। মাঘ মাসে কাজে গিয়েছিলেন আবার। একই ঘরে থাকা এলাকার দুই ব্যক্তি ফিরে আসলেও ভোলার ফেরার কথা ছিল একটু দেরিতে। কিন্তু ফিরে আসার কোনও কিছুই জানতে পারছে না পরিবার।
advertisement
advertisement
সেখানে নির্মাণ কর্মীর কাজ করত সে। এলাকার অন্যান্যরা কাজ করলেও সকলের সহযোগিতায় তাকে ট্রেনে তুলে দেওয়া হয় নিকটবর্তী স্টেশনে। সেখান থেকে ১২ ঘণ্টার জার্নি করে চেন্নাই থেকে পরবর্তী ট্রেন ধরে বাড়িতে ফেরার কথা ছিল ভোলার। কিন্তু আজ আট দিন হয়ে গেলেও দেখা নেই ভোলার, বন্ধ তার কাছে থাকা মোবাইলও।
advertisement
ভোলার মায়ের অভিযোগ, ট্রেনে ওঠার পরে ভোলার সঙ্গে কথা হলেও তার বেশ কিছুক্ষণ পর সে আবার ফোন করে জানায় তার মোবাইলের সিম এবং মোবাইল সে ভেঙে ফেলছে। মা অনেকবার বোঝালেও পরবর্তীতে তার ফোন সুইচ অফ হয়ে যায়। তারপর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভোলার সঙ্গে। তবে মায়ের অভিযোগ, এলাকার স্থানীয় একটি যুবতীর সঙ্গে তার প্রণয় ঘটিত সম্পর্ক ছিল, এই কথা তার মাকে জানিয়েওছিল ভোলা এবং মায়ের দাবি হয়ত ওই মেয়েটি তার ছেলেকে এমন কিছু কথা বলেছে, যার জেরে আজ তার ছেলে নিখোঁজ।
advertisement
যদিও শান্তিপুর থানায় ইতিমধ্যে ভোলার নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হয়েছে। অপরদিকে তামিলনাড়ু এবং চেন্নাইতেও বিষয়টি জানানোর ব্যবস্থা করছে পরিবার। তবে ঘরের ছেলে ঘরে না ফেরায় এখন রীতিমত আতঙ্কে পরিবারসহ গোটা এলাকা। নিরুদ্দেশ নাকি অন্য কোনও কারণ, তা এখন তদন্ত সাপেক্ষ। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 06, 2025 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: 'মা, আমি ফোন ভেঙে দিলাম'-এই শেষ কথা, এরপরেই নিখোঁজ নদিয়ার যুবক! পিছনে কি কোনও মহিলা নাকি...ভয়াবহ ঘটনা






