Nadia News: ছেলের জন্মদিনে পার্টি নয়, টিবি রোগীর 'নিক্ষয় মিত্র' হলেন পেশায় ডাক্তার মা

Last Updated:

'নিক্ষয় মিত্র' হল ভারত সরকারের একটি প্রকল্প, যা যক্ষ্মা (টিবি) রোগীদের সহায়তা করার জন্য একটি উদ্যোগ

+
টিবি

টিবি আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাবার বিতরণ চিকিৎসকের

নদিয়া: টিবি আক্রান্তের ‘নিক্ষয় মিত্র’ হয়ে ছেলের অষ্টম জন্মদিন পালন করলেন নদিয়ার চিকিৎসক। নদিয়া জেলার হাঁসখালি ব্লকের বগুলা রুরাল হাসপাতালের সিনিয়র চিকিৎসক পূর্ণাশা মৈত্র। ছেলে সপ্রতিভের অষ্টম জন্মদিনে তিনি আর পাঁচজনের মতো পাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করেননি। বরং বগুলা রুরাল হাসপাতালের টিবি পেশেন্টের ‘নিক্ষয় মিত্র’ হলেন। ‘নিক্ষয় মিত্র’ হল ভারত সরকারের একটি প্রকল্প, যা যক্ষ্মা (টিবি) রোগীদের সহায়তা করার জন্য একটি উদ্যোগ। এই প্রকল্পের অধীনে, ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠী যক্ষ্মা রোগীদের দত্তক নিতে পারেন এবং তাঁদের পুষ্টি, ডায়াগনস্টিক এবং অন্যান্য সহায়তা প্রদান করতে পারেন। এর মূল লক্ষ্য হল যক্ষ্মা মুক্ত ভারত গড়ার জন্য জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করা।
যক্ষ্মা রোগে আক্রান্তদের শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, শরীরে শক্তি পেতে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হয়। নিয়মিত পুষ্টিকর খাবারের সঙ্গে নিয়মমাফিক টিবির ওষুধ খেলে টিবি রোগ ভাল হয়। ডাঃ বীরেন্দ্রনাথ মজুমদার জানান, টিবি রোগী শারীরিকভাবে দুর্বল থাকেন, ওষুধের পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হয়।” তিনি সমাজের সকল স্তরের মানুষকে টিবি পেশেন্টদের ‘নিক্ষয় মিত্র’ হওয়ার জন্য আহ্বান জানান। তিনি আশা রাখছেন হাঁসখালি ব্লকের সমস্ত টিবি পেশেন্টের অতি শীঘ্রই নিক্ষয় মিত্রের মাধ্যমে পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে।
advertisement
Mainak Debnath 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ছেলের জন্মদিনে পার্টি নয়, টিবি রোগীর 'নিক্ষয় মিত্র' হলেন পেশায় ডাক্তার মা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement