Nadia News: সদ্য প্রয়াত তৃণমূল বিধায়কের স্মরণ সভায় ভয়াবহ ঘটনা! বইল রক্তগঙ্গা, ভোটের আগে তুমুল বিড়ম্বনায় তৃণমূল
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Nadia News: তেহট্টের পাথরঘাটায় তৃণমূলের কর্মীসভায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হয়েছেন উভয়পক্ষের ১২ জন।
তেহট্ট: ভোট যত এগিয়ে আসছে, ততই যেন কোন্দল, অস্বস্তি বাড়ছে। জেলায় জেলায় প্রায়শই উঠছে শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এবার তা পিছু ছাড়ল না প্রয়াত বিধায়কের স্মরণসভাতেও। তৃণমূলেরই দু’পক্ষের মধ্যে বচসা, ব্যাপক হাতাহাতি, শেষবেলায় দেদার ইটবৃষ্টি। নিজেদের এলাকার বিধায়কের স্মরণসভা ‘স্মরণীয়’ হয়ে থাকল এভাবেই। ব্যাপক উত্তেজনা ছড়াল তেহট্টে।
তেহট্টের পাথরঘাটায় তৃণমূলের কর্মীসভায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হয়েছেন উভয়পক্ষের ১২ জন। পাথরঘাটায় কর্মীসভার পাশাপাশি প্রয়াত বিধায়ক তাপস সাহার স্মরণসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সহ ব্লক ও অঞ্চলের অসংখ্য নেতাকর্মী। সেখানেই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সাহাবুদ্দিন মন্ডল (অঞ্চল সভাপতি নাজিম সেখের অনুগামী বলে পরিচিত) বক্তব্য রাখার সময় অশান্তির সৃষ্টি হয়। যা পৌঁছে যায় হাতাহাতিতে।
advertisement
advertisement
অভিযোগ, এই অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মী হলেও ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে ভোট করেন বলে অভিযোগ। তবে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিলেও ২০২৩-এর নির্বাচনে আবারও তাকে টিকিট দেয় দল। দলে সরাসরি যোগ না দিয়ে কীভাবে টিকিট পেল, তখন থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
advertisement
সাহাবুদ্দিন মণ্ডল মঞ্চে বক্তব্য রাখার সময় তার বক্তব্যের জেরেই শুরু হয় দ্বন্দ্ব, যা পরবর্তীতে ইট বৃষ্টিতে পরিণত হয়। ঘটনায় একে অপরের ছোড়া ইটের আঘাতে আহত হয় দুই গোষ্ঠীর প্রায় ১২ জন। তবে এই ঘটনাই শুধু বক্তব্য রাখাকে কেন্দ্র করে বলা হলেও পুরনো রাজনৈতিক বিবাদের জেরে ঘটনা বলে মত অনেকের।
—Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 11, 2025 6:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সদ্য প্রয়াত তৃণমূল বিধায়কের স্মরণ সভায় ভয়াবহ ঘটনা! বইল রক্তগঙ্গা, ভোটের আগে তুমুল বিড়ম্বনায় তৃণমূল









