Nadia News: গভীর রাতে নদিয়ায় এ কী কারবার! পুলিশ আসরে নামতেই জালে চার! যা হচ্ছিল, শুনে শিউরে উঠবেন

Last Updated:

Nadia News: পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি ছোট চারচাকা গাড়ি ধুবুলিয়া বাজার এলাকায় এসে দাঁড়ায়।

পাচারকারীদের গ্রেফতার করে পুলিশ 
পাচারকারীদের গ্রেফতার করে পুলিশ 
ধুবুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: ধুবুলিয়ায় গভীর রাতে অবৈধ সোনার কারবার! পুলিশের তৎপরতায় উদ্ধার একাধিক সোনার বার, গ্রেফতার চার। গভীর রাতে ধুবুলিয়া বাজার নেতাজি পার্ক সংলগ্ন এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য। অবৈধ সোনার চোরাচালান চক্রের হদিশ পেয়ে চারজনকে গ্রেফতার করল ধুবুলিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি ছোট চারচাকা গাড়ি ধুবুলিয়া বাজার এলাকায় এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর একটি স্কুটিতে করে এক ব্যক্তি এসে ওই গাড়িতে সন্দেহজনক কিছু সামগ্রী হস্তান্তর করে। ঠিক সেই সময় ধুবুলিয়া থানার রাত্রিকালীন টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়ি দেখে ছোট গাড়িটি দ্রুত পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ বাড়ে। পুলিশ তৎক্ষণাৎ চারচাকা গাড়ি ও স্কুটিটি আটক করে। সমস্ত আইনানুগ প্রক্রিয়া মেনে গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাদামী রঙের টেপ মোড়ানো সোনার মতো দেখতে মোট ১১টি বার—এর মধ্যে ন’টি বড় এবং দুটি ছোট বার। স্বর্ণকার ডেকে পরীক্ষা করালে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া বস্তুগুলি সোনার বার।
advertisement
advertisement
পুলিশ অভিযুক্তদের কাছে সোনার বৈধ কাগজপত্র চাইলে তারা কোনও নথি দেখাতে ব্যর্থ হয়। এরপর সোনার বারগুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে— রুশিকেশ কোদাম (২৩), সাঙ্গলি, মহারাষ্ট্র, রোহিত কুণ্ডলকর (২৫), সাঙ্গলি, মহারাষ্ট্র, অমিত মণ্ডল (৩০), নতুন বীরপুর, নাকাশিপাড়া, নদিয়া, রাজউইন্দার সিং (৩২), আন্দুল, ডোমজুড়, হাওড়া।
advertisement
একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, একটি ছোট চারচাকা গাড়ি ও একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর ধুবুলিয়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের অনুমান, এর পিছনে বড়সড় সোনার পাচার চক্র জড়িত থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: গভীর রাতে নদিয়ায় এ কী কারবার! পুলিশ আসরে নামতেই জালে চার! যা হচ্ছিল, শুনে শিউরে উঠবেন
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement