Nadia News: ভাগীরথীর ভাঙনে ফসল ভরা জমি বিলীন, গিলতে আসছে ভিটেমাটিও! আতঙ্কে নবদ্বীপের বাহিরচর গ্রামের চাষিরা

Last Updated:

Nadia News: ভাগীরথী নদীর ভাঙনে আতঙ্কে নবদ্বীপের বাহিরচর গ্রামের কৃষকরা। ফসলে ভরা কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। সঙ্কটের মুখে ভিটেমাটিও। প্রশাসনের কাছে জমি, গ্রাম বাঁচানোর কাতর আর্জি গ্রামবাসীর।

+
ভাগীরথী

ভাগীরথী নদীর ভাঙন

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: ভাগীরথীর ভাঙনে ফসল ভরা জমি বিলীন হল নদীতে। আতঙ্কে নবদ্বীপের বাহিরচর গ্রামের কৃষকরা। নবদ্বীপ থানার ফকিরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাহিরচর গ্রামজুড়ে বাড়ছে ভাগীরথী নদীর তীব্র ভাঙন। গত কয়েক সপ্তাহে একের পর এক ফসলে ভরা কৃষিজমি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন গ্রামের কৃষক ও বাসিন্দারা।
বছরভর ঋণ নিয়ে জমিতে চাষ করেছিলেন অনেকে। কিন্তু নদীর বেপরোয়া ভাঙনে সেই জমি হারিয়ে যাওয়ায় এখন ভবিষ্যৎ অনিশ্চিত। অনেকে জানান, ফসল ফলাতে যে খরচ হয়েছে তা উদ্ধার করাই কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ খেজুরছড়ী থেকে কেরালা সুন্দরী! ২২ প্রজাতির দেশীয় ধানের চাষ সুন্দরবনে, সুস্বাদু ‘সোনালি ফসল’ ফলাতে উদ্যোগী নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নদী ভাঙন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার অভিযোগ জানিয়েও ফল মেলেনি বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
advertisement
advertisement
বর্তমানে নদীর গতিপ্রকৃতি এতটাই আক্রমণাত্মক যে শুধু কৃষিজমিই নয়, বসতবাড়ির ভিটেমাটিও সঙ্কটের মুখে। নদীর তীরবর্তী এলাকায় প্রতিদিনই নতুন করে মাটি ভেঙে পড়ছে। এর ফলে গ্রামে আতঙ্ক আরও বেড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সঠিক উদ্যোগ না নিলে আগামী দিনে গোটা গ্রামই ভাগীরথীর গ্রাসে চলে যেতে পারে। কৃষক ও গ্রামবাসীদের কাতর আবেদন, “আমাদের জমি বাঁচান, গ্রাম বাঁচান।” প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে নদীভাঙন রোধে জিওব্যাগ, বাঁধ বা অন্যান্য স্থায়ী প্রতিরক্ষামূলক প্রকল্প গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক।” নদীর ভাঙন ঘিরে এখন একটাই প্রশ্ন কবে মিলবে এর স্থায়ী সমাধান?
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ভাগীরথীর ভাঙনে ফসল ভরা জমি বিলীন, গিলতে আসছে ভিটেমাটিও! আতঙ্কে নবদ্বীপের বাহিরচর গ্রামের চাষিরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement