Nadia News: সাতসকালে তোলপাড়, জলঙ্গী নদীতে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় দেহ! আতঙ্ক চাপড়ায়
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Nadia News: চাপড়ার হাতিশালায় সাতসকালে জলঙ্গী নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেখতে পান মানুষজন। এলাকায় আতঙ্ক।
নদীয়া, সমীর রুদ্র: সাতসকালে জলঙ্গী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। চাপড়ার হাতিশালায় সাতসকালে জলঙ্গী নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেখতে পান মানুষজন। এভাবে মৃতদেহ ভেসে আসার ঘটনায় স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে হাতিশালা মাঠপাড়ায় জলঙ্গী নদীতে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু উদ্ধার হওয়া দেহটি কার, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। কীভাবে দেহটি ভেসে সেই বিষয়টি নিয়েও রয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন: মডেলিংয়ে কেরিয়ার গড়ার বিরাট সুযোগ, অপেক্ষা করছে অঢেল আয়! স্বপ্নপূরণের ঠিকানা এবার পুরুলিয়া
অন্যদিকে দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভেসে আসা দেহটি কার, বা কোথায় বাড়ি ইত্যাদি জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এছাড়াও দেহে কোনও আঘাত বা ক্ষতচিহ্ন রয়েছে কিনা, সেই বিষয়গুলিও দেখা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: কঠিন রোগে ‘এইসব’ গাছ কাজ করবে ম্যাজিকের মতো, হাসপাতালের সামনে বিরাট বাগান! মথুরাপুরে নতুন চমক
তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা কিছুটা আতঙ্কে রয়েছেন। যাঁরা প্রথমে দেহটি ভেসে আসতে দেখতে পান, তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তি কী দুর্ঘটনাবশত নদীতে পড়ে গিয়েছিলেন, নাকি কেউ দেহটি জলে ভাসিয়ে দিয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। একইসঙ্গে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Dec 22, 2025 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সাতসকালে তোলপাড়, জলঙ্গী নদীতে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় দেহ! আতঙ্ক চাপড়ায়










