Nadia News:কোন পেশা ভিত্তিক পড়াশোনায় মোটা মাইনের চাকরির সুযোগ? হদিশ দিচ্ছে 'শিক্ষা মেলা'

Last Updated:

শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবস্থিত গীতা প্যালেস আয়োজিত হল শিক্ষা মেলা। অংশগ্রহণ করে শান্তিপুর-সহ জেলার বিভিন্ন এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা

+
পেশা

পেশা ভিত্তিক পড়াশোনার কাউন্সেলিং দেওয়া হল ছাত্র-ছাত্রীদের

নদিয়া: প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছেই উচ্চ মাধ্যমিকের পর একটা বড় প্রশ্ন উঠে আসে, এর পর কী নিয়ে পড়ব? পুঁথিগত পড়াশোনায় প্রতিযোগীর সংখ্যা লাখ-লাখ। তাই পেশা ভিত্তিক শিক্ষার মাধ্যমে চাকরি পাওয়া এবং স্বনির্ভরতা অর্জনের সুযোগ আজকের যুগে অনেক বেশি প্রয়োজনীয়। শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবস্থিত গীতা প্যালেস আয়োজিত হল শিক্ষা মেলা। অংশগ্রহণ করে শান্তিপুর-সহ জেলার বিভিন্ন এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন,  ২০২১ শিক্ষাবর্ষে বিভিন্ন রকম নাচ-গান, অভিনয়, আবৃত্তি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিষয়, অটোমোবাইল, হোটেল ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ফিল্ম মেকিং-সহ একাধিক পেশাভিত্তিক পড়াশোনা অন্তর্ভুক্ত হয়েছে। ইদানীং জীবন জীবিকা নির্বাহের জন্য পড়াশোনার ধরনও বদলেছে। অল্প পুঁজির মধ্যেই ছাত্র-ছাত্রীরা কোন বিষয় নিয়ে পড়বেন, সেই হদিশ মিলেছে এই শিক্ষা মেলায়। এহেন আয়োজনে খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরাও।
advertisement
শিক্ষা মেলার আয়োজক সংস্থা ‘পূর্ণিমা মিলনী’র পক্ষ থেকে জানানো হয়েছে, ” প্রতিবছর প্রতিষ্ঠা দিবস পালনে একটি বিশেষ চমক থাকে। এ’বছর তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষামেলার আয়োজন করা হয়। এই উদ্যোগ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই শিক্ষা মেলায় আসা ছাত্র-ছাত্রীরা জানাচ্ছেন, ” আজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে গোটা বিষয়টি ঘুরে দেখেছি, আগামিকাল অভিভাবকদের নিয়ে আসবে।”
advertisement
advertisement
Mainak Debnath 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News:কোন পেশা ভিত্তিক পড়াশোনায় মোটা মাইনের চাকরির সুযোগ? হদিশ দিচ্ছে 'শিক্ষা মেলা'
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement