Hanskhali Rape Case CBI Investigation: রাজ্যের তদন্তে 'গুরুতর ত্রুটি', অবশেষে হাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ!

Last Updated:

Nadia Minor Girl Rape Case: হাঁসখালি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে জানিয়েছে এই ধর্ষণের ঘটনার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গুরুতর ত্রুটি রয়েছে।

সোমবার প্রধান  অভিযুক্ত সোহেলকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। (ছবি: নিউজ ১৮)
সোমবার প্রধান অভিযুক্ত সোহেলকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। (ছবি: নিউজ ১৮)
Hanskhali Rape Case: হাঁসখালি মামলার তদন্তের দায়িত্ব এবার সিবিআইয়ের। ২ রা মে র মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। হাঁসখালি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে জানিয়েছে এই ধর্ষণের ঘটনার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গুরুতর ত্রুটি রয়েছে। অভিযুক্ত যুবক যে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার ছেলে তা এড়িয়ে যেতে পারছে না আদালত। কেস ডায়েরিতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে নির্যাতিতার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোনও ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। যাতে আবারও স্পষ্ট যে পুরো ঘটনাটিকে চাপা দেওয়ার এবং প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
রাজ্যের আইনজীবী জানান গ্রামে কোনও শ্মশান না থাকার কারণে মৃত্যুর কোনও শংসাপত্র মেলেনি! আদালত মনে করছে, রাজ্যের এই বয়ান ভুল কারণ কেস ডায়েরিতে লেখা রয়েছে নিহত নির্যাতিতাকে শ্যামনগর আতিরপুর শ্মশান ঘাটে দাহ করা হয়েছিল। কেস ডায়েরি আরও বলছে, কেবল এফআইআরে নাম থাকা অভিযুক্ত যুবকের দ্বারাই নয়, আরও অন্য ব্যক্তিদের দ্বারাও সংঘটিত হতে পারে এই নাবালিকা ধর্ষণ। আদালত জানিয়েছে, সুষ্ঠু তদন্ত এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের তথা এলাকা ও রাজ্যের মানুষের মধ্যে আস্থা জাগানোর জন্য, স্থানীয় পুলিশের পরিবর্তে সিবিআইয়ের উচিত এই ঘটনার তদন্তভার হাতে নেওয়া। তাই রাজ্যের তদন্তকারী সংস্থার হাত থেকে এই মামলার দায়ভার অবিলম্বে সিবিআইকে অর্পণ করা হল, জানিয়েছে আদালত।
advertisement
advertisement
জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি ও অনিন্দ্য সুন্দর দাস জানান, নির্যাতিতার পরিবার পরিজনদের হুমকি দেওয়া হচ্ছিল। হাইকোর্ট পরিবারকে সুরক্ষা দেওয়ায় সুষ্ঠু তদন্ত হবে এখন।
advertisement
রাজ্যের তদন্তকারী সংস্থা অবিলম্বে সিবিআইয়ের হাতে সমস্ত নথি হস্তান্তর করবে। সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট পেশ করবে ২ মে'র মধ্যে। নির্যাতিতা পরিবারের সদস্য ও মামলার সাক্ষীদের পূর্ণ সুরক্ষা দেবে রাজ্য।
Arnab Hazra
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hanskhali Rape Case CBI Investigation: রাজ্যের তদন্তে 'গুরুতর ত্রুটি', অবশেষে হাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement