BSF: ফের বড়সড় সাফল্য বিএসএফের, ব্যাগের মধ্যে চকমক করছে ওগুলো কী...! হাতেনাতে গ্রেফতার চক্রী

Last Updated:

BSF: চোরাচালানকারীকে হাতেনাতে আটক করে এবং ৪২৩৪.৯৮ গ্রাম ওজনের ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক ৫,৪৭,৩৭,১১৭ টাকা

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।
বানপুর, মৈনাক দেবনাথ: ফের বড়সড় সাফল্য বিএসএফের। পাচারের আগেই উদ্ধার ৪২৩৪.৯৮ গ্রাম প্রায় সাড়ে চার কেজি ওজনের ৩৬টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি। গ্রেফতার এক চোরা চালানকারী। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বানপুর সীমান্ত ফাঁড়িতে মোতায়েন ৩২তম ব্যাটালিয়ন, বিএসএফ আরেকটি চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, সৈন্যরা একজন ভারতীয় চোরাচালানকারীকে হাতেনাতে আটক করে এবং ৪২৩৪.৯৮ গ্রাম ওজনের ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করে, যার মূল্য আনুমানিক ৫,৪৭,৩৭,১১৭ টাকা।
এই অভিযান আন্তঃসীমান্ত চোরাচালান নেটওয়ার্কের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা বলে মনে করছে বিএসএফ। ৪ ডিসেম্বর, গোপন তথ্যের ভিত্তিতে, বানপুর সীমান্ত এলাকায় বিএসএফ সৈন্যরা নজরদারি জোরদার করে অভিযান চলাকালীন, সীমান্ত সড়ক থেকে বানপুর গ্রামের দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখা যায়। তাকে ধরতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সতর্ক বাহিনী তাকে আটক করে। আটক চোরাচালানকারীর তল্লাশির ফলে প্যাকেটে মোড়ানো সোনার বিস্কুট উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
উদ্ধার করা সোনার বিস্কুট
advertisement
উদ্ধার করা সোনার বিস্কুট
চোরাচালানকারী এবং বাজেয়াপ্ত করা সোনা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনাটি চলতি মাসে দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের চোরাচালান বিরোধী তৃতীয় বড় সাফল্য। বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে সোনা চোরাচালান সম্পর্কিত যে কোনও তথ্য সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-এর মাধ্যমে বার্তা বা ভয়েস নোটের মাধ্যমে বিএসএফ-এর সঙ্গে শেয়ার করার জন্য আবেদন করেছেন আধিকারিকরা। সুনির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বিএসএফ সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF: ফের বড়সড় সাফল্য বিএসএফের, ব্যাগের মধ্যে চকমক করছে ওগুলো কী...! হাতেনাতে গ্রেফতার চক্রী
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement