Nadia News: চাষের জমিতে কীটনাশক ছড়িয়ে সবজি নষ্ট! উৎসবের মরশুমে চরম সর্বনাশ শান্তিপুরের কৃষকের, কারা করল এমন ক্ষতি?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: এদিন সকালে মাঠে গিয়ে কৃষক দেখেন, চাষের জমির লাল শাক, মূলো সহ একাধিক সবজি শুকিয়ে কালচে হয়ে গেছে। কাছ থেকে দেখলে বোঝা যায়, জমিতে ঘাস মারার ওষুধ ছেটানো হয়েছে।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ চাষের জমিতে ঘাস মারার ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করার অভিযোগে চাঞ্চল্য। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের চৌধুরীপাড়ায় ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক উত্তম মাহাতোর অভিযোগ, তাঁর ফলন্ত জমিতে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত ওষুধ ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে একাধিক ফসল।
উত্তমবাবু জানান, এদিন সকালে নিয়ম মতো মাঠে গিয়ে দেখেন তাঁর চাষের জমিতে লাল শাক, মূলো সহ একাধিক সবজি শুকিয়ে কালচে হয়ে গিয়েছে। কাছ থেকে গিয়ে বোঝা যায়, জমিতে ঘাস মারার ওষুধ ছেটানো হয়েছে। তিনি তৎক্ষণাৎ প্রতিবেশীদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন, এলাকারই দু’জন, দিলীপ মাহাতো ও তাঁর ছেলে বিষ্ণু মাহাতো এই কুকাণ্ড ঘটিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ অমাবস্যায় রঙ লাগে মূর্তিতে, চক্ষুদানের পরেই বসতে হয় পুজোয়! বাংলায় দক্ষিণা কালীর প্রথম পুজো ‘এখানেই’
অভিযোগ, উত্তমবাবু তাঁদের মুখোমুখি হলে অভিযুক্ত দু’জন প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনাটি স্বীকার করেন এবং তাঁকে হুমকি দেন। উত্তমবাবুর বক্তব্য, “বহু বছর আগে আমি খাজনা দিয়ে ওই জমি ওঁদের চাষের জন্য দিয়েছিলাম। কিন্তু সেই সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে। আমি আমার জমিতে চাষ শুরু করার পর থেকেই ওঁরা অসন্তুষ্ট ছিল। সম্ভবত সেই কারণেই প্রতিশোধ নিতে ফসল নষ্ট করেছে।”
advertisement
advertisement
ঘটনার পর দিলীপ মাহাতো ও বিষ্ণু মাহাতোর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তম মাহাতো। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় কৃষকমহলে এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাঁদের দাবি, কৃষকদের জীবিকার উপর এমন নাশকতা একেবারেই মেনে নেওয়া যায় না। পুলিশের উচিত দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 17, 2025 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: চাষের জমিতে কীটনাশক ছড়িয়ে সবজি নষ্ট! উৎসবের মরশুমে চরম সর্বনাশ শান্তিপুরের কৃষকের, কারা করল এমন ক্ষতি?