Nabanna Abhijan: পুলিশি নির্যাতনের প্রতিবাদ, রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ বিজেপির! নবান্ন অভিযানের আঁচ পূর্ব মেদিনীপুরেও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Nabanna Abhijan: নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবার মেচেদা-হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। তমলুকে এই বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ বাহিনি।
পূর্ব মেদিনীপুর: নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবার মেচেদা-হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। তমলুকে এই বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ বাহিনি।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া-সাঁতরাগাছি চত্বর। সেই বিক্ষোভের আঁচ দেখা পূর্ব মেদিনীপুরের তমলুকেও। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ব্যস্ততম রাস্তা তমলুক হলদিয়া মেছেদা রাজ্য সড়কে।
advertisement
advertisement
ইতিমধ্যেই নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধের ডাক দিয়েছে বিজেপি। এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: কলে ভাল করে শুনতে পান না, স্মার্টফোনের স্পিকার ঠিকমতো কাজ করে না? সহজ টিপস্ মেনে সারিয়ে ফেলুন
advertisement
বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি৷ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘এই বনধকে সর্বাত্মক করুন৷ স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে বাংলাকে মুক্ত করুন৷ মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন না৷ এর প্রতিবাদ করতে, বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আগামিকালের বনধকে সবাই সফল করুন৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2024 8:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabanna Abhijan: পুলিশি নির্যাতনের প্রতিবাদ, রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ বিজেপির! নবান্ন অভিযানের আঁচ পূর্ব মেদিনীপুরেও