Mysterious Pond in Birbhum: বীরভূমের 'এই' পুকুর আস্ত বিস্ময়! স্নান করলেই কমে বাতের ব্যথা! কী বলছেন বিশেষজ্ঞরা? জানুন

Last Updated:

Mysterious Pond in Birbhum: বীরভূমের এই পুকুরে স্নান করলে হবে হাজার সমস্যার সমাধান? বীরভূমের আহমেদপুর রেল স্টেশন থেকে প্রায় কিলোমিটার ৪ দূরে বেলিয়া গ্রামেই রয়েছে ধর্মরাজ মন্দির। ভক্তদের মুখে মুখে এই মন্দিরের নাম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে।

+
ধর্মরাজ

ধর্মরাজ মন্দিরে ভক্তদের ভিড় 

বীরভূম: বিশ্বাস, আর এই বিশ্বাস এমন একটি জিনিস যার সঙ্গে কোনও কিছুরই তুলনা করা যায় না। ঠিক তেমনই এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাশ্চাত্য এলাকার বাসিন্দাদের বিশ্বাস, এই পুকুরে স্নান করলে শুধু বাতের ব্যথাই নয়, দুরারোগ্য ব্যাধিও নিমেষে গায়েব হয়ে যায়! এই পুকুরটি অবস্থিত বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার আহমেদপুরে। তবে, তার জন্য শুধু পুকুরে স্নান করলেই হবে না, সেখানকার ধর্মরাজ মন্দিরে গিয়ে পুজো দিয়ে ধাপে ধাপে কিছু নিয়মও পালন করতে হবে। এমন কী রয়েছে ওই মন্দিরে? সত্যিই কী এই ভাবে সুস্থ হওয়া যায়? কী বলছেন চিকিৎসকেরা?
মূলত আমরা যে কোনও ছোট কিংবা বড় রোগ ব্যাধি হলে ছুটে যাই ডাক্তারের কাছে, কিন্তু এই গ্রামের চিন্তাধারা একদম অন্য ধরনের। কোনও বড় ডাক্তার কিংবা বদ্যি নয়, শরীরে ব্যথা হলে তাঁদের একমাত্র ভরসা ধর্মরাজ মন্দির। এই নিয়ে বেলিয়া গ্রামের মানুষের একটা প্রচলিত বিশ্বাস রয়েছে। ধর্মরাজ মন্দিরে পুজো দেওয়ার পরে সেখানে পর পর কিছু নিয়ম রয়েছে। সে সব নিয়ম মেনে চললেই এক ঝটকায় বাতের ব্যথা থেকে শুরু করে শরীরের সমস্ত রোগব্যাধি দূর হয়ে যায় বলে মানুষ বিশ্বাস করেন।
advertisement
আরও পড়ুনঃ বর্ষায় একটুতেই পচে যাচ্ছে আলু-পেঁয়াজ! অপচয় এড়াতে ‘এভাবে’ সংরক্ষণ করুন, ৬ মাস পর্যন্ত থাকবে ফ্রেশ, একটাও নষ্ট হবে না
এই মন্দিরে সারা বছরই হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর এই বীরভূম। আর এই বীরভূমের আহমেদপুর রেল স্টেশন থেকে প্রায় কিলোমিটার ৪ দূরে বেলিয়া গ্রামেই রয়েছে ধর্মরাজ মন্দির। ভক্তদের মুখে মুখে এই মন্দিরের নাম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারাও এই মন্দিরের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। তাই বীরভূম তো বটেই, সেই সঙ্গে ভিনজেলা, এমনকি, অন্যান্য রাজ্য থেকেও রোগীরা এসে এখানে ভিড় করেন বলে দাবি সেখানকার সেবায়েতদের। তাঁরা জানিয়েছেন, ৪০০ বছরের পুরানো এই মন্দিরে আষাঢ় মাসের প্রত্যেক রবিবার দিনগুলিতে প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ রোগী ও ভক্তদের সমাগম হয়।
advertisement
advertisement
তবে আদতে কী সত্যি করেই এই জলে স্নান করলে কমে রোগ ব্যাধি! এই বিষয়ে বীরভূমের রামপুরহাটের এক বিশিষ্ট ডাক্তার আশিষ রায়  জানান, “ভক্তরা অবশ্যই এই মন্দিরে এসে স্নান করে মাটি মেখে পুজো দিতেই পারেন, কিন্তু এর সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে একটি ছোট্ট পুকুরে এত মানুষ স্নান করছেন সেই জলে আবার স্নান করলে রোগব্যাধি কমে যাবার থেকে বাড়তে পারে বেশি, কারণ সেই জলে বিভিন্ন মানুষের শারীরিক জীবাণু যুক্ত হচ্ছে”। সেই কারণে অবশ্যই নিজেদের চিন্তাধারা মুক্ত রেখে এবং চিকিৎসা বিজ্ঞানের উপর মাহাত্ম্য দিয়ে স্নান করা উচিত।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mysterious Pond in Birbhum: বীরভূমের 'এই' পুকুর আস্ত বিস্ময়! স্নান করলেই কমে বাতের ব্যথা! কী বলছেন বিশেষজ্ঞরা? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement