Purulia: জয়চন্ডী পাহাড়ের রহস্যে ঘেরা 'বাঘ লাইন কালী মন্দির'! ১২০০ বছর আগে কীভাবে মায়ের পুজো শুরু জানেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Bagh Line Kali Temple: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বিখ্যাত জয়চন্ডী পাহাড়ের এক প্রান্তে অবস্থিত 'বাঘ লাইন কালী মন্দির'। ধারণা করা হয় যে প্রায় ১২০০ বছর আগে এই পুজোর প্রচলন শুরু হয়। পাহাড়ি এলাকায় বাঘেরা এক লাইন বেঁধে যাতায়াত করত। সেই থেকেই স্থানটির নাম হয় 'বাঘ লাইন'।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বিখ্যাত জয়চন্ডী পাহাড়ের এক প্রান্তে অবস্থিত ‘বাঘ লাইন কালী মন্দির’। মন্দিরে পুজোর সূচনাকাল সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও, ধারণা করা হয় যে প্রায় ১২০০ বছর আগে এই পুজোর প্রচলন শুরু হয়।
লোককথা অনুযায়ী, সেই সময় জয়চন্ডী পাহাড়ের আশপাশের এলাকা ছিল ঘন অরণ্যে ঢাকা। বনের গভীরে নানা বন্য জন্তু-জানোয়ারের আনাগোনা ছিল, বিশেষ করে বাঘেরা এক লাইন বেঁধে যাতায়াত করত এই পথে। সেই থেকেই স্থানটির নাম হয় ‘বাঘ লাইন’। এই নির্জন ও জঙ্গলে ঘেরা স্থানে কাশ্মীর থেকে এক তপস্বী শ্রীমৎ সদানন্দ ব্রহ্মচারী সাধনা করতে এসে বসবাস শুরু করেন। তপস্যারত অবস্থায় তিনি প্রথমে একটি পাথরকে দেবী রূপে পুজো করতে শুরু করেন।
advertisement
আরও পড়ুনঃ একদিকে সোশ্যাল মিডিয়া, অন্যদিকে সহজপাঠ! মণ্ডপে ডিজিটাল বনাম ঐতিহ্যের মুখোমুখি লড়াই, কোথায় হচ্ছে ‘ব্যতিক্রমী’ পুজো?
পরবর্তীতে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে তিনি দেবীর একটি কালী প্রতিমা প্রতিষ্ঠা করেন, এবং সেখান থেকেই শুরু হয় বাঘ লাইন কালী পুজোর যাত্রা। পরবর্তীকালে তপস্বী সদানন্দ ব্রহ্মচারীর দেহাবসানের পর মন্দিরেই তার সমাধি তৈরি করা হয়। এর কিছুদিন পর এক অলৌকিক ঘটনার মাধ্যমে অযোধ্যা থেকে আগমন ঘটে এক কালীসাধকের, যার নাম রাম উদগর পাণ্ডে। তিনি এলাকাবাসীদের সহযোগিতায় দেবীর নতুন করে মন্দির স্থাপন ও পুজোর পুনরুজ্জীবন ঘটান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজও এই মন্দির স্থানীয় মানুষের ভক্তি ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। প্রাচীন ঐতিহ্য ও আধ্যাত্মিকতার নিদর্শন হিসেবে ‘বাঘ লাইন কালী মন্দির’ পুরুলিয়ার সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হয়ে রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 18, 2025 10:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: জয়চন্ডী পাহাড়ের রহস্যে ঘেরা 'বাঘ লাইন কালী মন্দির'! ১২০০ বছর আগে কীভাবে মায়ের পুজো শুরু জানেন?