হিন্দু ভাই-বোনদের পা থেকে বার হচ্ছে রক্ত, স্থির থাকতে না পেরে সেবাতে মুসলিম ভাইরা
- Published by:Debalina Datta
Last Updated:
সম্প্রীতির এই চিত্র দেখা গেল শুক্রবার সকাল
#বহরমপুর: শিবরাত্রি উপলক্ষে গঙ্গা থেকে খালি পায়ে হেঁটে জল নিয়ে যাচ্ছেন হিন্দু ভাই-বোনেরা। অনেকের পা দিয়ে রক্ত বেরোচ্ছে। রাস্তাতে চেয়ার পেতে বসিয়ে ক্ষত জায়গায় ওষুধ লাগাচ্ছেন মাদ্রাসার ছাত্র থেকে মৌলবীরা। সম্প্রীতির এই চিত্র দেখা গেল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরিহর পাড়ার ডালটনপুর এলাকায়।
সাধারণত হরিয়ার পড়া, নওদা থেকে শিবরাত্রি উপলক্ষে হিন্দু ভাই-বোনেরা বহরমপুর এর গঙ্গা স্নান করে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে নিজের গ্রামের শিব মন্দিরে জল ঢালেন।ধর্মীয় ভেদাভেদ ভুলে শিবরাত্রিতে মানব সেবার এক দৃষ্টান্ত হয়ে থাকল মুর্শিদাবাদের প্রত্যন্ত ব্লক হরিহরপাড়াতে৷ বহরমপুর থেকে হরিহরপাড়া রাস্তা খারাপ হওয়ায় খালি পায়ে হাঁটার সময় অনেকের পা দিয়ে রক্ত বের হতে দেখা যায়। যা দেখে স্থির থাকতে পারেননি মাদ্রাসার ছাত্র থেকে মৌলবীরা। প্রত্যেকের পায়ে ওষুধ লাগিয়ে সুস্থ করার দায়িত্ব নিচ্ছেন জাহিদুল, রফিক, সূরবেক মত ছাত্ররা। তদারকি করছেন এলাকার মৌলবী জাহিনুর হোসেন বিশ্বাস। সবিতা দেবী বলেন, আর যেতে পারছিলাম না। রাস্তা খুবই খারাপ। বেশ কয়েক জায়গায় কেটে গেছে। ভাই রা যেভাবে সেবা করল, তার চিরদিন মনে থাকবে। মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম বলেন, আমরা এই কাজ পতি বছর করি। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। সে কথা ইসলাম ধর্মে বলা আছে। সেই জন্য মাদ্রাসার ছেলেদের নিয়ে এই কাজ করে থাকে! তাতে উদারতা ও বাড়ে! ধর্মীয় ভেদাভেদ নিয়ে যখন সারাদেশ উত্তাল এই সময় এই ঘটনা অবশ্যই ব্যতিক্রম!
advertisement
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2020 7:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হিন্দু ভাই-বোনদের পা থেকে বার হচ্ছে রক্ত, স্থির থাকতে না পেরে সেবাতে মুসলিম ভাইরা