পরপর আসছে মৃতদেহ, একটানা ৩৬ জনের ময়নাতদন্ত !

Last Updated:

পরপর আসছে মৃতদেহ, একটানা ৩৬ জনের ময়নাতদন্ত !

 #দৌলতাবাদ: পরপর আসছে মৃতদেহ। স্বজন হারাদের কান্না। মুর্শিদাবাদ মেডিক্যালে পাশাপশি শুয়ে নিথর দেহ। কোনও দীর্ঘসূত্রিতা নয়। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন দ্রুত মৃতদেহ পরিজনদের হাতে তুলে দিতে। সেই মত জেলা প্রসাসনকে নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবে পূরণ করেছেন মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিভাগীয় প্রধান বিল্পব শ্রী।
অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই চাপের মধ্যেও অসাধ্য সাধন করেছে টিম বিল্পব। এর আগে ২০১৩ সালে কলকাতার সূর্য সেন স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত ২৭ জনের ময়নাতদন্ত করেছিলেন তাঁরা। আর এবার একটানা ৩৬ জনের ময়নাতদন্ত। গতকাল মাঝরাত পর্যন্ত কাজ করেছেন তাঁরা। ফের মঙ্গলবার সকালে ছ'জনের ময়নাতদন্ত করেছে মুর্শিদাবাদ মেডিক্যালের ফরেনসিক বিভাগ। এদিন জেলা প্রশাসনের তরফে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
advertisement
কারও ছেলে। কারও বাবা। তো কারও সন্তান। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর নিথর শরীর তুলে দেওয়া হয় পরিজনেদের হাতে। সাদা কাপড়ে ঢাকা দেহগুলি আঁকড়ে চলছে স্বজনহারার বিলাপ। মর্গের সামনে কারও চোখের জল বাঁধ মানছে না। কেউ জ্ঞান হারাচ্ছেন। দৌলতাবাদের দুর্ঘটনায় একসঙ্গে কতগুলি পরিবারের স্বপ্নের অপমৃত্যু ঘটল? সঠিক সংখ্যাটা এখনও জানা নেই।
advertisement
advertisement
সোমবার সকালে নদিয়ার করিমপুর থেকে বহরমপুর যাচ্ছিল বাসটি। দৌলতাবাদে সেতুর উপর রেলিং ভেঙে বাস তলিয়ে যায় নদীতে। সন্ধেয় যখন নদী থেকে বাস তুলে আনেন এনডিআরএফ কর্মীরা, ততক্ষণে নিথর হয়ে গিয়েছে ৪২টি মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরপর আসছে মৃতদেহ, একটানা ৩৬ জনের ময়নাতদন্ত !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement