Murshidabad Violence Update: 'এই পরিস্থিতি যদি বজায় থাকে...' মুর্শিদাবাদ হিংসায় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট রাজ্যপালের! উল্লেখ ৩৫৬ ধারার! অনুচ্ছেদ ৩৫৬ কী?

Last Updated:

Murshidabad Violence Update: মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রাজ্যপালের দেওয়া বিশেষ রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। হিংসার সময়ে পুলিশি ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

মুর্শিদাবাদে রাজ্যপাল (File Photo)
মুর্শিদাবাদে রাজ্যপাল (File Photo)
কলকাতা: মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রাজ্যপালের দেওয়া স্পেশ্যাল রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। হিংসার সময়ে পুলিশি ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুর্শিদাবাদ সফরের সময় হিংসার শিকার গ্রামবাসীরা উপদ্রুত গ্রামে বিএসএফ পোস্টের দাবি জানান। রাজ্যপালও তাঁর রিপোর্টে আন্তর্জাতিক সীমানায় এই সব হিংসা কবলিত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী অথবা বিএসএফ পোস্টের সুপারিশ করেছেন কেন্দ্রের কাছে।
আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্টে খুশি নন? নম্বর স্ক্রুটিনি-খাতা রিভিউয়ের সুযোগ দিল মধ্যশিক্ষা পর্ষদ! বিশদে জেনে আবেদন করুন
রিপোর্টে রাজ্যপাল আরও জানিয়েছেন, বাংলার আন্তর্জাতিক সীমানায় মৌলবাদ এবং জঙ্গি কার্যকলাপ একটা বড় চ্যালেঞ্জ। মুর্শিদাবাদ অঞ্চলে এখনও মানুষ ভয়ের বাতাবরণে থাকছেন। পরিস্থিতির ফের অবনতি হলে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সংবিধান অনুযায়ী এ বিষয়ে বিবেচনা করার পরামর্শ রাজ্যপালের।
advertisement
advertisement
আরও পড়ুন: সুপারহিট সব ছবির অভিনেতা, এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন! কেন? কারণ শুনলে চোখে জল আসবে
পরিস্থিতির অবনতি হওয়া যদি বজায় থাকে সেক্ষেত্রে ৩৫৬ ধারার সুপারিশ রাজ্যপালের। অনুচ্ছেদ ৩৫৬ কী? ক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের করণীয় কী, সংবিধানের ১৮ নম্বর ভাগে সেই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এই ভাগেই অনুচ্ছেদ ৩৫৬-র কথা বলা হয়েছে, যাকে সাধারণ কথায় রাষ্ট্রপতি শাসন বলা হয়। এই অনুচ্ছেদের বিধান অনুযায়ী, ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী, কোনও রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত মেনে রাজ্য শাসনে ব্যর্থ হলে, কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের নির্বাচিত সরকারকে বরখাস্ত করে, রাজ্যের আইনি, সাংবিধানিক এবং প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারবে।
advertisement
কোন পরিস্থিতিতে অনুচ্ছেদ ৩৫৬ জারি করা যায়?
যদি কোনও দল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে এবং মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হয়, কোনও বিপর্যয়ের কারণে যথা সময়ে বিধানসভা নির্বাচন না করা গেলে, অনাস্থা প্রস্তাবে সরকারের পতন ঘটলে, সংবিধান মেনে সরকার পরিচালিত হচ্ছে না বলে রাজ্যপাল বা রাষ্ট্রপতি মনে করলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটলে, রাষ্ট্রপতি শাসন জারি করা যায়।
advertisement
সাহ্নিক ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Violence Update: 'এই পরিস্থিতি যদি বজায় থাকে...' মুর্শিদাবাদ হিংসায় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট রাজ্যপালের! উল্লেখ ৩৫৬ ধারার! অনুচ্ছেদ ৩৫৬ কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement