প্রতিবেশীর ঝামেলা, থামাতে যেতেই পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি! আহত ৩ সিভিক, তারপর যা করল পুলিশ

Last Updated:

পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি, আহত তিন সিভিক। এই ঘটনার পর পুলিশ গিয়ে এক পক্ষের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

ফরাক্কা থানা
ফরাক্কা থানা
ফরাক্কা, তন্ময় মন্ডল: পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি, আহত তিন সিভিক। এই ঘটনার পর পুলিশ গিয়ে এক পক্ষের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফরাক্কার শিবনগরে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ফরাক্কার শিবনগরে স্থানীয় দুই প্রতিবেশীর মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নেই এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। অভিযোগ, তখনই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে গুরুতর ভাবে আহত হন অন্তত তিন সিভিক ভলান্টিয়ার বলে জানা যায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদে প্রতিবেশীদের মধ্যে বচসা চলাকালীন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ পৌঁছতেই তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনার জেরে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখানেই থেমে থাকেনি ঘটনা। বিস্ফোরণের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও উঠেছে মারাত্মক অভিযোগ। স্থানীয়দের দাবি, পুলিশ পরিস্থিতি সামলাতে গিয়ে একপক্ষের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, বাড়ির সদস্যদের মারধর করার পাশাপাশি কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে বলে জানা যায়। এই ঘটনায় পুলিশ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। আর তারপরেই শুরু হয় বোমাবাজি। বোমাবাজির ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আহত তিনজন সিভিক ভলেন্টিয়ার কর্মী বর্তমানে চিকিৎসাধীন আছেন হাসপাতালে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিবেশীর ঝামেলা, থামাতে যেতেই পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি! আহত ৩ সিভিক, তারপর যা করল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement