Kali Puja 2025: ৩০০ বছরের প্রাচীন কালীপুজো, মুর্শিদাবাদের বাম কালীকে ঘিরে রয়েছে অজস্র কাহিনী! পুজোয় অংশগ্রহণ করেন সবাই

Last Updated:

প্রত্যেকবছর দীপান্বিতা অমাবস্যায় অর্থাৎ কালীপুজোর সময়ই হয় বামকালীর পুজো হয়। এই পুজো উপলক্ষে মুখরিত হয়ে ওঠে জরুর গ্রাম সহ রঘুনাথগঞ্জের মানুষ।

+
রঘুনাথগঞ্জের

রঘুনাথগঞ্জের বামকালী 

রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের অন্তর্গত জরুর গ্রামের বাম কালী মায়ের পুজো প্রায় ৩০০ বছর বা তার অধিক প্রাচীন বলে মনে করা হয়। প্রত্যেকবছর দীপান্বিতা অমাবস্যায় অর্থাৎ কালীপুজোর সময়ই হয় বামকালীর পুজো হয়। এই পুজো উপলক্ষে মুখরিত হয়ে ওঠে জরুর গ্রাম সহ রঘুনাথগঞ্জের মানুষ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে স্বতস্ফূর্তভাবে মায়ের পুজোয় অংশগ্রহণ করেন বলেই জানা যায়।
পুজোর পর মায়ের বিসর্জন হয়ে গেলে সেই কাঠামো আবার মন্দিরে রাখা হয় আগামী বছরের পুজো পর্যন্ত। আর সেই কাঠামোই পুজো করা হয় প্রত্যেক মঙ্গলবার ও শনিবারে। বর্তমানে এটি তিন পরিবার ‘রায়-সেন-মল্লিক’ বাড়ি পরিচালিত একটি পারিবারিক পুজো হলেও সমগ্র গ্রামের মানুষেরই চলে অবাধ বিচরণ।
advertisement
advertisement
এই পুজো সম্বন্ধে রয়েছে বহু অলৌকিক কাহিনী। শোনা যায়, এই পুজোর মন্দির বর্তমানে যেখানে অবস্থিত সেখানেই প্রথম প্রতিষ্ঠিত নয়। বর্তমান মন্দির থেকে একটু দূরে বর্তমানে যেখানে পশ্চিমী মাঠ অবস্থিত, সেখানে একটি বন ছিল সেখানেই হয়েছিল মায়ের প্রথম পুজো হয়। সেখানে এখনও উঁচু বেদি দেখতে পাওয়া যায়। শোনা যায়, কিছু ছোট ছেলে, যাদের মধ্যে ছিল জাতিধর্ম সমন্বিত। প্রত্যেক মিলে খেলার ছলে মায়ের প্রতিমা গড়ে পুজো করে। পরবর্তীকালে বর্তমান মন্দির পরিচালক পরিবারের কোনও এক পূর্বপুরুষ মায়ের স্বপ্নাদেশ পান, তাকে বন থেকে নিয়ে এসে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করার এবং বর্তমানের মন্দির সেই মন্দির বলেই জানা যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আরও রয়েছে অনেক অলৌকিক ঘটনা যেমন, দীর্ঘদিন ধরে যে পুরোহিত মায়ের পুজো করতেন, একবার মায়ের পুজোয় তিনি যখন বসেন তখন প্রত্যেকে লক্ষ্য করেন তার পায়ে কুষ্ঠব্যাধি হয়েছে। এই পুজো দিতে কালীপুজোর রাতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। পুজোর সঙ্গে যুক্ত একজন জানান, মায়ের এই বর্তমান মন্দির সমস্ত ধর্ম-জাতির মানুষের দানেই প্রধানত নির্মিত। তাই কোনও জাতিভেদ এই পুজোয় সম্পূর্ণভাবে বর্জিত। কালীপুজোতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ৩০০ বছরের প্রাচীন কালীপুজো, মুর্শিদাবাদের বাম কালীকে ঘিরে রয়েছে অজস্র কাহিনী! পুজোয় অংশগ্রহণ করেন সবাই
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement