গ্রাম জুড়ে কাদা রাস্তা, পৌঁছতে পারল না অ্যাম্বুলেন্স! বাড়িতেই ছটফট করে শেষ হয়ে গেলেন শিক্ষক

Last Updated:

রাস্তা খারাপ হওয়ার কারণে সময়মতো পৌঁছতে পারল না অ্যাম্বুলেন্স। বাড়িতেই প্রাণ গেল অসুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষকের।

+
হাসপাতালে

হাসপাতালে পৌঁছতে না পেরে শিক্ষকের মৃত্যু

নবগ্রাম, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ গ্রামের রাস্তার বেহাল দশা। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র নালিশ করেও হয়নি রাস্তার মেরামতি। দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা খারাপ হওয়ার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছতে না পেরে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন গ্রামের এক প্রবীণ শিক্ষক। বাড়িতেই প্রাণ গেল অসুস্থ প্রাথমিক শিক্ষকের। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের চানক বাবু পাড়ার ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। শুক্রবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধাবিনোদ ঘোষ।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বেহাল দিল্লি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাংলার একই পরিবারের চার শ্রমিকের
জানা গিয়েছে, তীব্র বৃষ্টির ফলে গ্রামের মাটির রাস্তা কাদায় পরিনত হয়েছে। চলাচলের অযোগ্য। এক হাঁটু কাদা পেরিয়ে যেতে হয় গন্তব্যস্থলে। এরই মাঝে গ্ৰামের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধাবিনোদ ঘোষ শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন। অবসরপ্রাপ্ত শিক্ষককে গভীর রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে উদ্যোগ নেয় পরিবার। সাহায্যে এগিয়ে আসেন প্রতিবেশীরা। কিন্তু গ্রামের কাঁচা রাস্তা জুড়ে গর্ত ও কাদার কারণে অ্যাম্বুলেন্স সময়মতো এসে পৌঁছতে পারল না। আর সেই কারণেই মূল্যবান সময় নষ্ট হয়। বাড়িতেই চিকিৎসা না পেয়ে মারা যান রাধাবিনোদ, অভিযোগ স্থানীয় লোকজনদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা পেলে তাঁর জীবন বাঁচানো যেত। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, বহুদিন ধরে এই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। যার কারণে গ্রামের বাসিন্দারা তীব্র যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। গ্রামে মাটির কাঁচা রাস্তা প্রাণ কাড়ল অবসরপ্রাপ্ত শিক্ষকের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্রাম জুড়ে কাদা রাস্তা, পৌঁছতে পারল না অ্যাম্বুলেন্স! বাড়িতেই ছটফট করে শেষ হয়ে গেলেন শিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement