স্থায়ী সমিতি গঠনের আগে তৃণমূলের দলীয় অফিসে আরও ২ কংগ্রেস সদস্য তৃণমূলে

Last Updated:

গত দু'দিন আগে মুর্শিদাবাদ জেলার রানিনগরে রাজনৈতিক পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের বিজয় উৎসব চলাকালীন রানিনগরে থানা ভাঙচুর করে বাম ও কংগ্রেসের সমর্থকরা।

রবিবার দুপুরে তৃণমূলের দলীয় অফিসে আরও দুই কংগ্রেস সদস্য তৃণমূলের যোগদান করে
রবিবার দুপুরে তৃণমূলের দলীয় অফিসে আরও দুই কংগ্রেস সদস্য তৃণমূলের যোগদান করে
মুর্শিদাবাদ: স্থায়ী সমিতি গঠনের আগে কংগ্রেসের সদস্যদের ভয় দেখানো হচ্ছে এই প্রতিবাদ করে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার পরেই কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে যোগদান করলেন। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রসঙ্গত রানিনগর ২ নম্বর ব্লকের মোট আসন ২৭। যার মধ্যে বাম কংগ্রেস জোট পেয়েছিল ১৪ ও তৃণমূল পেয়েছিল ১৩। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি গঠন করে বাম কংগ্রেস জোট।
এর দুদিনের মধ্যেই এক কংগ্রেস সদস্য তৃণমূলের যোগদান করে। এরপর রবিবার দুপুরে তৃণমূলের দলীয় অফিসে আরও দুই কংগ্রেস সদস্য তৃণমূলের যোগদান করে। যার ফলে কংগ্রেস ও বামেদের জোট সদস্য ১১ ও তৃণমূলের হয় ১৬। গত দু’দিন আগে মুর্শিদাবাদ জেলার রানিনগরে রাজনৈতিক পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের বিজয় উৎসব চলাকালীন রানিনগরে থানা ভাঙচুর করে বাম ও কংগ্রেসের সমর্থকরা। তারপর গ্রেফতার করা হয় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৩৮  জনকে।
advertisement
advertisement
ইতিমধ্যেই তাঁরা আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন।  রবিবার দুপুরে বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি শাওনি সিংহ রায় এক সাংবাদিক বৈঠকে জানান, রানিনগর ২নম্বর পঞ্চায়েত সমিতির দুইজন কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তাদের এই যোগদান। আগামী দিনে আরও অনেক পঞ্চায়েত সদস্যই তৃণমূলের যোগদান করবে।
advertisement
অধীর চৌধুরী রানিনগরে কংগ্রেস সদস্যদের মনোবল বাড়াতে সেখানে যান। অধীর বাবু বলেন, দুই সদস্যদের নিয়ে কংগ্রেসকে শেষ করা যাবে না। মানুষ আমাদের পক্ষের রায় দিয়েছে। আগামী লোকসভা ভোটে এর ফল বুঝতে পারবে তৃণমূল। রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন রবিবার দুপুরে রানিনগরে গিয়ে দলীয় অফিসে যান।  শুক্রবার কংগ্রেস কর্মীরা ভাঙচুর করেছিল তা ঘুরে দেখেন। সৌমিক বলেন, কংগ্রেস এখানে অশান্ত করার চেষ্টা করছে। আমরা এটা প্রতিহত করব। রানিনগর থানায় একাধিক কংগ্রেস নেতার নামে অভিযোগ দায়ের করেন বিধায়ক।
advertisement
Pranab Kumar Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্থায়ী সমিতি গঠনের আগে তৃণমূলের দলীয় অফিসে আরও ২ কংগ্রেস সদস্য তৃণমূলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement