Murshidabad News: প্রধান করার ‘টোপ’ দিয়ে লক্ষ লক্ষ টাকা! মুর্শিদাবাদে আত্মঘাতী এক, অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
জানা যায়, মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সমশেরগঞ্জের নিমতিতা গ্রামপঞ্চায়েতের সদস্যা মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদার।
দক্ষিণবঙ্গ: স্ত্রীকে প্রধান করে দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি নিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল সমশেরগঞ্জের তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। প্রয়াত তৃণমূল নেতার স্ত্রীয়ের অভিযোগ, এই কারণেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর স্বামী৷ গত বুধবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সমশেরগঞ্জের নিমতিতা এলাকায়৷
মৃত তৃণমূল নেতার নাম বিশ্বনাথ হালদার। অভিযোগ, বিশ্বনাথের স্ত্রীকে প্রধানের পদ দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়ে সমশেরগঞ্জের নিমতিতার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সামিউল হক এবং প্রধান মইদুল ইসলাম নাকি বিশ্বনাথের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন৷ এমনই অভিযোগ উঠেছে৷ প্রসঙ্গত, নিমতিতা গ্রামপঞ্চায়েতের সদস্যা ছিলেন মালা হালদার। এই মালাই হলেন মৃত নেতা বিশ্বনাথ হালদারের স্ত্রী৷
advertisement
আরও পড়ুন: মে মাসে ১২ দিন ছুটি! কোন কোন খোলা থাকবে না ব্যাঙ্ক, দেখে নিন তালিকা, নাহলেই ভোগান্তি
মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ওইদিনই গুরুতর অসুস্থ অবস্থায় বিশ্বনাথ হালদারকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় ওই পঞ্চায়েত সদস্যের।
advertisement
advertisement
যদিও প্রয়াত নেতা বিশ্বনাথের স্ত্রীয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নিমতিতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিউল হক। পাল্টা ওই সদস্যার স্বামীকেই বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সমশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদার। সেখানেই তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি সামিউল হকের বিরুদ্ধে স্ত্রী মালা হালদারকে প্রধান করার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তোলেন। সেই টাকা দেওয়ার জন্য স্ত্রীর গয়না বন্দক দিতে হয়েছে বলেও জানান তিনি।
advertisement
আরও পড়ুন: শাড়ির সেল নাকি কল তলার ঝগড়া! চুলের মুঠি ধরে চুলোচুলি ২ মহিলার, দেখুন ভাইরাল সেই ভিডিও
মালা হালদার বলেন, ‘‘পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করুক।’’ বিশ্বনাথ হালদারের মা সবিতা হালদার বলেন, ‘‘আমার ছেলেটা চলে গেল। ও অনেকের কাছ থেকে টাকা ধার করেছিল৷ টাকা ফেরত দিতে পারছিল না। আমি দোষীদের কঠোর শাস্তি চাই।’’
advertisement
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সামিউল হক। তৃণমূলের জঙ্গিপুরের সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য বলেছিল। ঘটনা তদন্ত করছে সামশেরগঞ্জ থানার পুলিশ।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 27, 2023 10:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: প্রধান করার ‘টোপ’ দিয়ে লক্ষ লক্ষ টাকা! মুর্শিদাবাদে আত্মঘাতী এক, অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব