Student Food Festival: পড়াশোনার সঙ্গে ব্যবসায় হাতেখড়ি, হাতেকলমে 'বেচাকেনা' শিখল পড়ুয়ারা! জমাটি ফুড ফেস্টিভ্যাল স্কুলেই
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad Student Food Festival: পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের আগামীর জন্য পাঠ। বিদ্যালয়ে আয়োজন ফুড ফেস্টিভ্যালের। হাতকলমে ব্যবসা শিখল সবাই।
হরিহরপাড়া, তন্ময় মন্ডল: পড়াশোনার সঙ্গে সঙ্গে আগামীর জন্য নিজেকে তৈরি করতে হাতেকলমে পাঠ! আর সেই সহজ পাঠের মাধ্যমে খুদে পড়ুয়াদের স্কুলে টেনে আনার ভাবনা। সেই ভাবনা থেকেই ছোট ছোট পড়ুয়াদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেছিলেন, বাড়ি থেকে কিছু খাবার তৈরি করে আনতে। সেই খাবার তারা আবার অন্য পড়ুয়া, অভিভাবক, শিক্ষকদের মধ্যে বিক্রি করবে। তাতে সামান্য আয় যেমন হবে, তেমনভাবে পড়াশোনার রোজকার রুটিনে একটা আলাদা স্বাদ আসবে।
অন্তত এই ‘খাদ্যমেলা’র টানেও খুদে পড়ুয়ারা স্কুলে আরও বেশি করে আসার কথা ভাববে। আর সেই ভাবনা থেকেই বিদ্যালয়ে অভিনব উদ্যোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রত্যন্ত গ্রাম প্রতাপপুরে এক অভিনব উদ্যোগে জমে উঠল খাদ্য মেলা। এই প্রথম প্রতাপপুর জুনিয়র গার্লস হাই স্কুলে পড়ুয়াদের তৈরি ঘরোয়া ও ফাস্টফুড পদকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই ফুড ফেস্টিভ্যাল।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলে হাতির দল কোন দিকে মোড় নিচ্ছে, রিয়েল টাইম আপ়ডেট পাবে বন দফতর! বাড়ছে গ্রামবাসীদের নিরাপত্তা
স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের হাতের ছোঁয়ায় সাজানো স্টলগুলিতে ছিল ব্রেড টোস্ট, ঘুগনি, ফুচকা, ঝালমুড়ি, চাউমিন, চটপটি-সহ মোট সাত রকমের সুস্বাদু খাবারের পসরা। শুধুমাত্র স্বাদই নয়, নিজেদের হাতে রান্না করা খাবার পরিবেশনের মধ্য দিয়ে আত্মনির্ভরতা ও সৃজনশীলতার দৃষ্টান্তও তুলে ধরেছে পড়ুয়ারা। খাদ্য মেলা ঘিরে স্কুল চত্বরে উৎসবের আমেজ তৈরি হয়। শিক্ষিকা-শিক্ষক থেকে শুরু করে খুদে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও ভিড়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগ পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত শিক্ষিকাদের। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, পড়ুয়ারা খাবার তৈরি করে এনেছে। বিক্রিও ভাল হচ্ছে। নিজেদের তৈরি খাবার নিজেরাই বিক্রি করে হিসাব শিখছে। তাতে গণিত শিক্ষার প্রয়োজনীয়তা বুঝতে পারছে পড়ুয়ারা। স্বাস্থ্যবিধি মেনে রান্নার পাশাপাশি বর্জ্য ফেলার জন্য কেন ও কীভাবে ডাস্টবিন ব্যবহার করতে হবে, তাও শিখছে। ফলে এই দিনটি পড়ুয়াদের কাছে বিশেষ হয়ে থাকল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 10, 2025 1:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Food Festival: পড়াশোনার সঙ্গে ব্যবসায় হাতেখড়ি, হাতেকলমে 'বেচাকেনা' শিখল পড়ুয়ারা! জমাটি ফুড ফেস্টিভ্যাল স্কুলেই






