Murshidabad: বন্ধ ইন্টারনেট, চোখেমুখে এখনও ভয়-উদ্বেগ, ধীরে ধীরে বাড়ি আসছেন ঘরছাড়ারা

Last Updated:

Murshidabad: চোখেমুখে ভয়, উদ্বেগ! আবার বাড়ি ফিরতে পারার স্বস্তিও রয়েছে মুখের ভাষায়। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের হিংসাকবলিত এলাকায় ঘরছাড়ার সংখ্যা আনুমানিক ৫০০। ইতিমধ্যে অধিকাংশ জন বাড়ি ফিরেছেন। বাকিদেরও শীঘ্রই বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।

* ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামশেরগঞ্জ, সুতি
* ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামশেরগঞ্জ, সুতি
মুর্শিদাবাদ: ছেলেদের কাঁধে ব্যাগপত্র। মহিলাদের কাঁখে পুটলি। কারও কারও সঙ্গে আছে শিশু। অনেকের পিছু পিছু গবাদি গরু-ছাগল। কয়েক দিন পর তাঁরা সকলেই বাড়ি ফিরছেন। চোখেমুখে ভয়, উদ্বেগ! আবার বাড়ি ফিরতে পারার স্বস্তিও রয়েছে মুখের ভাষায়। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের হিংসাকবলিত এলাকায় ঘরছাড়ার সংখ্যা আনুমানিক ৫০০। ইতিমধ্যে অধিকাংশ জন বাড়ি ফিরেছেন। বাকিদেরও শীঘ্রই বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।
যদিও স্থানীয়দের একাংশের দাবি, ঘরছাড়াদের সংখ্যাটা হাজার ছাড়িয়েছে। তবে অনেকের অবশ্য দাবি, এরা ঠিক ঘর ছাড়া নয়। এদের পরিবারের অনেক সদস্য এখানেই আছেন। ছেলে মেয়েদের পড়াশোনার কারণে প্রয়োজন ইন্টারনেট। তাই অন্যত্র গেছেন। এনারা প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রায় প্রতিদিন ধাপে ধাপে গঙ্গা পেরিয়ে আসছেন ঘরছাড়ারা।
advertisement
advertisement
নৌকায় লাইফ জ্যাকেট পরিয়ে, পুলিশের সঙ্গে কাঞ্চনতলা ঘাটে ভিড়ছে নৌকা। বিডিও ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সহায়তায় তাদের ঘরে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে।গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় পুলিশ, বিএসএফের টহল, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের নিয়মিত কথাবার্তা হিংসাকবলিতদের মনে আস্থা যুগিয়েছে। অনেকের বাড়িতে লুটপাটের অভিযোগ। কারও গয়না-টাকা গিয়েছে। কারও চুরি হয়ে গিয়েছে গবাদি পশু। তবে বাড়ি ফিরতে পেরে সকলের মুখে স্বস্তির হাসি। অন্য দিকে, অশান্তি পাকানোয় অভিযুক্তদের ধরপাকড়ও জারি রয়েছে।
advertisement
মুর্শিদাবাদ ফিরছে স্বাভাবিক ছন্দে। সামশেরগঞ্জ ছাড়া সর্বত্র চালু ইন্টারনেট, তবে এখনও জারি ১৬৩ ধারা।অশান্তির আবহে যাতে ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা ছড়াতে না পারে, সেই কারণে জঙ্গিপুর পুলিশ জেলার একটা বড় অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই সমশেরগঞ্জ বাদে জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। আতঙ্কিত এলাকাবাসীদের মনের জোর বৃদ্ধি করতে আশ্বাসও দেওয়া হচ্ছে। সিনিয়র আধিকারিকরা যাচ্ছেন পাড়ায় পাড়ায়। একই সঙ্গে অশান্তির কারণে ঘরছাড়ারাও পুলিশ-প্রশাসনের উদ্যোগে ঘরে ফিরছেন। দোকানপাট, বাজার যেমন খুলছে, তেমনই রাস্তাঘাটে যান চলাচলও শুরু হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: বন্ধ ইন্টারনেট, চোখেমুখে এখনও ভয়-উদ্বেগ, ধীরে ধীরে বাড়ি আসছেন ঘরছাড়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement