Murshidabad News: জলস্তর বৃদ্ধি, নদীর পাড়ে গাছে আটকে ঝুলন্ত ব্যক্তি,তার পর যা হল...জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
হঠাৎ কানা ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীর পাড়ে আটকে পড়ল এক ব্যক্তি। ভরতপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবশেষে স্পিড বোটে উদ্ধার করা হয় ব্যক্তিকে। তার আগে অবশ্য তিনি বেশ কয়েক ঘণ্টা গাছেই ঝুলে ছিলেন
মুর্শিদাবাদ: হঠাৎ কানা ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীর পাড়ে আটকে পড়ল এক ব্যক্তি। ভরতপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবশেষে স্পিড বোটে উদ্ধার করা হয় ব্যক্তিকে। তার আগে অবশ্য তিনি বেশ কয়েক ঘণ্টা গাছেই ঝুলে ছিলেন।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো ভরতপুর থানার সরডাঙ্গা এলাকায় মোষ চরাতে গিয়েছিল বড়ঞা থানার পাঁচথুপি এলাকার বাসিন্দা লাল ঘোষ। সেই সময় হঠাৎ ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীর ওপারে আটকে পড়েন লাল ঘোষ। এদিকে তিনি দীর্ঘ ক্ষণ বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের। জানা যায় জলস্তর বৃদ্ধি পেতেই গাছের ডালে আটকে ঝুলে আছেন লালা ঘোষ। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। চেষ্টা করা হয় উদ্ধারের। কিন্তু সবাই ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভরতপুর থানার পুলিশ। শেষমেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর স্পিডবোট করে তাঁকে উদ্ধার করা হয়। ভরতপুর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ” সকাল থেকেই ভরতপুর থানা এলাকায় জলস্তর বৃদ্ধি পেয়েছে। আমরা আগে থেকেই মাইকিংয়ে প্রচার করি যে নদীর ধারে কেউ যাবেন না। কিন্তু জানতে পারি একজন গো-পালক গাছের মধ্যে আটকে ছিলেন। আমরা QRT টিমকে জানিয়ে তাঁকে উদ্ধার করি।”
advertisement
রাতেই ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জলস্তর বৃদ্ধি, নদীর পাড়ে গাছে আটকে ঝুলন্ত ব্যক্তি,তার পর যা হল...জানলে চোখ কপালে উঠবে
