Murshidabad News: পড়ুয়াদের সামনে বিকল্প জীবিকার দিশা, হাতেকলমে দেওয়া হল প্রশিক্ষণ! হেরিটেজ স্টাডিজে খুলবে কপাল
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad News: ঐতিহ্য সংরক্ষণ ও ইতিহাস চর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ করে তুলতেই লালবাগ ও জিয়াগঞ্জে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদ ইতিহাসের ধূলিকণায় মোড়া এক গৌরবময় জনপদ। নবাবি ঐতিহ্য, টেরাকোটার শিল্পভাষা ও হারিয়ে যেতে বসা প্রাচীন নিদর্শনের স্মৃতি আজও এই জেলার প্রতিটি ইট পাথরে মুদ্রিত। সেই ঐতিহ্য সংরক্ষণ ও ইতিহাস চর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ করে তুলতেই লালবাগ ও জিয়াগঞ্জে আয়োজন করা হল প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ক বিশেষ হ্যান্ডস-অন প্রশিক্ষণ কর্মশালা।
সুভাষচন্দ্র বসু সেন্টেনারি কলেজের উদ্যোগে এবং কান্দি রাজ কলেজ, শ্রীপৎ সিং কলেজ ও নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজের সহযোগিতায় আয়োজিত এই দু’দিনের কর্মসূচিতে অংশ নেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। লালবাগের সেমিনার হলে তাত্ত্বিক আলোচনা এবং জিয়াগঞ্জের মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালায় ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে ইতিহাস সংরক্ষণের নানান দিক তুলে ধরা হয়।
আরও পড়ুন: এই শীতে দিঘায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! বিদেশি অতিথিতে ভরপুর মেরিন ড্রাইভ, না গেলে চরম মিস
প্রাচীন পাণ্ডুলিপির সংরক্ষণ, শিল্পবস্তুর পুনরুদ্ধার, টেরাকোটার ক্ষয়রোধ, সবমিলিয়ে ইতিহাস রক্ষার আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতির সঙ্গে পরিচিত হন শিক্ষার্থীরা। বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে, কীভাবে হারিয়ে যাওয়া অতীতকে সংরক্ষণ করে বর্তমানের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এই কর্মশালার মধ্য দিয়ে ইতিহাসকে কেবল পাঠ্য বইয়ের গণ্ডিতে আবদ্ধ না রেখে, পর্যটন ও হেরিটেজ স্টাডিজের সঙ্গে যুক্ত করার বার্তা দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের আশা, ভবিষ্যতে ইতিহাসভিত্তিক পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা খুঁজে পাবেন বিকল্প জীবিকার নতুন দিগন্ত। আর তারই মাধ্যমে আরও একবার আলোয় ফিরে আসবে মুর্শিদাবাদের বিস্মৃত গৌরব। আগামী দিনে যেসব ছাত্র ছাত্রীরা পর্যটনকে পেশা হিসেবে নিতে চান, তারাও উপকৃত হবেন বলেই জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
December 11, 2025 3:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পড়ুয়াদের সামনে বিকল্প জীবিকার দিশা, হাতেকলমে দেওয়া হল প্রশিক্ষণ! হেরিটেজ স্টাডিজে খুলবে কপাল








