Murshidabad News: বাড়ির মধ্যেই চলছিল এই কাজ! পুলিশ যেতেই যা উদ্ধার হল, থ বনে গেল পুলিশই

Last Updated:

Murshidabad News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলে এক ব্যক্তির বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল।

কী উদ্ধার করল পুলিশ?
কী উদ্ধার করল পুলিশ?
মুর্শিদাবাদ: বাড়ির মধ্যেই চলছিল অবৈধ কাজ। পুলিশ যেতেই যা উদ্ধার করল, তাজ্জব বনে গেল সকলে। বাড়ির মধ্যেই উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। এমনকি উদ্ধার করা হয়েছে জাল নোটও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলে এক ব্যক্তির বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল। বুধবার রাতে ডোমকল থানার গড়াইমারির নিশ্চিন্দপুর দার পাড়ায় হানা দেয় ডোমকল থানার পুলিশ। সঙ্গে ছিল মুর্শিদাবাদ পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। যৌথ হানা চলে সিরাজ মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতেই। দেখা যায় বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা খুলে বসেছেন ওই ব্যক্তি।
advertisement
advertisement
বাড়িতেই তৈরি হচ্ছিল বন্দুক। ধৃতের বাড়ি থেকে চল্লিশ হাজার টাকার জাল নোটও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১টা রাইফেল, ৩ রাউন্ড গুলি। একটা পাইপ গান ও পাইপ গানের ৯ রাউন্ড গুলি। এছাড়াও আধা তৈরি অবস্থায় উদ্ধার হয়েছে ১২টা পাইপগান। বন্দুক তৈরির জন্য ব্যবহার করা হচ্ছিল হাইড্রলিক পাইপ, ড্রিল মেশিন, কাটিং মেশিন, এয়ার ব্লোওয়ার, বন্দুকের ছাঁচ, ব্লেড। সেসবও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত একাধিক সরঞ্জাম আটক করেছে পুলিশ।
advertisement
ধৃত সিরাজ মণ্ডলকে আজ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়। তবে এই আগ্নেয়াস্ত্র তৈরির মাস্টারমাইন্ড কে? তার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
—- কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বাড়ির মধ্যেই চলছিল এই কাজ! পুলিশ যেতেই যা উদ্ধার হল, থ বনে গেল পুলিশই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement