Hazarduari Tour: মনের কথা লুকিয়ে ছিল বাক্সে, নিজেদের খরচে পড়ুয়াদের হাজারদুয়ারি ঘোরালেন শিক্ষকরা! সঙ্গে পিকনিকের মজা
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad Hazarduari Tour: শিশুদের সরল ইচ্ছাকে গুরুত্ব দিয়ে শিক্ষকরা সিদ্ধান্ত নেন, বইয়ের পাতার ইতিহাসকে বাস্তবে দেখানোর।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মনের কথা মনে চেপে না রেখে, ড্রপবক্সে মাধ্যমে তা বলার সুযোগ করে দিয়েছিল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা চক্রের ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। আর সেখানেই পিকনিকের মরশুমে এক পড়ুয়ার মনের কথা উঠে এসেছে। সেই গোপন ইচ্ছা প্রকাশের ফলে একটি ছোট্ট উদ্যোগ, বড় হয়ে উঠল একটি স্মরণীয় শিক্ষাযাত্রায়। বিদ্যালয়ের এক কোণে রাখা ছিল একটি সাধারণ বাক্স। নাম “মনের কথা ড্রপবক্স”। সেখানে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা লিখে রাখত তাদের মনের কথা, ইচ্ছে আর স্বপ্ন। সেই কাগজগুলোর মধ্যে বারবার উঠে এসেছিল একটি নাম-হাজারদুয়ারী।
শিশুদের সেই সরল অথচ গভীর ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা সিদ্ধান্ত নেন, বইয়ের পাতার ইতিহাসকে বাস্তবে দেখানোর। সেই সিদ্ধান্তের ফলেই এক সকালে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা শিক্ষকদের হাত ধরে পৌঁছে যায় মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারী প্রাসাদের সামনে। বিশাল প্রাসাদের দরজায় দাঁড়িয়ে তাদের চোখে ছিল বিস্ময় আর মুখে ছিল আনন্দের হাসি। জীবনে এই প্রথম তারা ইতিহাস দেখল কাছে থেকে।তাও আবার শিক্ষকদের সান্নিধ্যে। হাজারদুয়ারী দর্শনের পর শিশুদের জন্য অপেক্ষা করছিল আরেকটি বিশেষ অভিজ্ঞতা। ঘোড়ার গাড়িতে চেপে তারা পরিদর্শন করে মুর্শিদাবাদের সাতটি ঐতিহাসিক স্থান।
advertisement
advertisement
ঘোড়ার টগবগ শব্দ, পথের দু’ধারের দৃশ্য আর শিশুদের উচ্ছ্বাস মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। প্রতিটি স্থানে শিক্ষকরা গল্পের মতো করে ইতিহাস বোঝান, আর ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে করতে নিজেদের কৌতূহল মেটায়।এই শিক্ষা সফরের শেষ পর্ব ছিল মতিঝিল পার্ক। সেখানে ইতিহাসের পাঠ বদলে যায় প্রকৃতির পাঠে। সবুজ গাছপালা, জলাশয় আর খোলা আকাশের নিচে শিশুরা নিজেদের উজাড় করে দেয় খেলায়। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তারা শেখে পরিবেশের গুরুত্ব, শেখে একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, “শিশুদের মনের কথা শোনা খুব জরুরি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
‘মনের কথা ড্রপবক্স’-এ তাদের ইচ্ছা পড়েই আমরা বুঝতে পেরেছি, ওরা কীভাবে শিখতে চায়। তাই ওদের ইচ্ছাকেই আমরা পাঠ্যক্রমের অংশ করেছি।” পঞ্চম শ্রেণির ছাত্র দীপ মণ্ডল জানায়, “আমি ড্রপবক্সে লিখেছিলাম হাজারদুয়ারী দেখতে চাই। আজ সত্যিই গিয়ে দেখলাম। খুব ভাল লেগেছে।” অপর ছাত্রী বৃষ্টি দাস বলে,“ঘোড়ার গাড়িতে চড়ে ইতিহাস দেখা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। বইয়ে পড়ার চেয়ে অনেক বেশি বুঝতে পেরেছি।”এই শিক্ষা সফরের বিশেষ দিক ছিল, এর জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনও অর্থ নেওয়া হয়নি। বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের উদ্যোগেই সমস্ত ব্যবস্থা করেন। শিশুদের মুখের হাসিই ছিল তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ঘটনা প্রমাণ করে, যখন শিশুদের কথা শোনা হয়, তখন শিক্ষা আর বোঝা থাকে না। তখন শিক্ষা হয়ে ওঠে আনন্দের, অভিজ্ঞতার এবং জীবনের সঙ্গে যুক্ত এক সত্যিকারের পাঠ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 01, 2026 3:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hazarduari Tour: মনের কথা লুকিয়ে ছিল বাক্সে, নিজেদের খরচে পড়ুয়াদের হাজারদুয়ারি ঘোরালেন শিক্ষকরা! সঙ্গে পিকনিকের মজা







