Murshidabad News | Bomb recover: যেন বোমার ছড়াছড়ি! পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের ২ জায়গায় উদ্ধার বোমা

Last Updated:

এগরা, মালদার ইংলিশ বাজার ও বজবজ কাণ্ডের পরে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের প্রশাসনও বাজি উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে। মুর্শিদাবাদের লালবাগে মঙ্গলবার গভীর রাতে পাচরাহা মোড়ে তল্লাশি চালিয়ে সেখানে প্রায় দেড়শ কেজি বিভিন্ন ধরনের আতসবাজি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ২ জনকে। ধৃতদের নাম বিশ্বজিৎ সাহা ও খৈবর অলি। ধৃতদের বুধবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।

দক্ষিণবঙ্গ: পঞ্চায়েত ভোটের আগে ফের উদ্ধার হয় বোমা। বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মির্জাপুর পোলিও পাড়ার এলাকায় বাঁশ বাগান থেকে তিন জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে বেলডাঙ্গা থানার পুলিশ। খবর পেয়ে বোম স্কোয়ার্ড কর্মীরা এসে বোমাগুলি নিক্রিয় করে। তবে কে বা কারা কী কারণে এতগুলি বোমা মজুত করে। রেখেছে তার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মির্জাপুর পোলিওপাড়া এলাকায় একটি বাঁশবাগানে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিন জার ভর্তি তাজা সকেট বোমা। পঞ্চায়েত ভোটের আগে এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: নিউটাউনের চিড়িয়াখানায় রক্তারক্তি, ভয়ঙ্কর দৃশ্য! পেটে ঢুকে গেল হরিণের সিং
কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে৷ তারপর বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিক্রিয় করে। কে বা কারা কী উদ্দেশ্যে এত পরিমামে বোমা মজুত করে রেখেছিল, তার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা শামিম আহমেদ বলেন, ‘‘আমাদের এই এলাকা অত্যন্ত জনবহুল। আশেপাশে বাড়ি ঘর রয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করে। সেখানে এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আমরা খুবই আতঙ্কিত। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা চাই পুলিশ তদন্ত করে যারা বোমা মজুত রেখেছিল তাদের গ্রেফতার করুক।’’
advertisement
এগরা, মালদার ইংলিশ বাজার ও বজবজ কাণ্ডের পরে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের প্রশাসনও বাজি উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে। মুর্শিদাবাদের লালবাগে মঙ্গলবার গভীর রাতে পাচরাহা মোড়ে তল্লাশি চালিয়ে সেখানে প্রায় দেড়শ কেজি বিভিন্ন ধরনের আতসবাজি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ২ জনকে। ধৃতদের নাম বিশ্বজিৎ সাহা ও খৈবর অলি। ধৃতদের বুধবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
আরও পড়ুন: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে প্রথম বিয়ে, আছে ছেলেও! ৬০ বছরে নতুন সংসার আশিস বিদ্যার্থীর
অন্যদিকে, বহরমপুরের খাগড়া ফাঁড়ির পুলিশ খাগড়া এলাকায় অভিযান চালায়। তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে এবং একজনকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, ‘‘নিষিদ্ধ বাজি উদ্ধারে জেলার বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। আর সেই অভিযানের সুফলেই হচ্ছে এই বিপুল পরিমাণে আতসবাজি ও শব্দবাজি উদ্ধার। এই অভিযান এখন চলবে।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News | Bomb recover: যেন বোমার ছড়াছড়ি! পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের ২ জায়গায় উদ্ধার বোমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement