New town | Eco Park | Zoo: নিউটাউনের চিড়িয়াখানায় রক্তারক্তি, ভয়ঙ্কর দৃশ্য! পেটে ঢুকে গেল হরিণের সিং
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য প্রায় ১৩ একরের বেশি জমি দান করে হিডকো। প্রথম দিকে এটি হরিণালয় করার চিন্তা ভাবনা থাকলেও পরে দর্শকদের চাহিদা ভেবে আরও কিছু পশুপাখি আনার চিন্তা ভাবনা করা হয়।
কলকাতা: গত ৯ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল নিউ টাউনের মিনি চিরায়খানার। উদ্বোধন করেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উদ্বোধনের সাড়ে তিন মাসের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটল মিনি চিড়িয়াখানায়। হরিণকে খাওয়াতে গিয়ে মারত্মক জখম হলেন এক কর্মী।
সূত্রের খবর, ওই কর্মীর পেটে সিং ঢুকিয়ে দিয়েছে একটি হরিণ। গুরুতর জখম প্রসাদ বর্মণ (৪২) নামে মিনি চিড়িয়াখানর ওই কর্মী। গত ২৩ মে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে প্রথম বিয়ে, আছে ছেলেও! ৬০ বছরে নতুন সংসার আশিস বিদ্যার্থীর
সঙ্গে সঙ্গেই ওই কর্মীকে চিনারপার্কের চার্নক হাসাপাতালে ভর্তি করানো হয় বলে জানা গিয়েছে। সেখানেই ওই কর্মীর অস্ত্রোপাচার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীর অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এ ব্যাপারে মুখ খুলতে চাননি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
advertisement
advertisement
২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য প্রায় ১৩ একরের বেশি জমি দান করে হিডকো। প্রথম দিকে এটি হরিণালয় করার চিন্তা ভাবনা থাকলেও পরে দর্শকদের চাহিদা ভেবে আরও কিছু পশুপাখি আনার চিন্তা ভাবনা করা হয়।
advertisement
আরও পড়ুন: হঠাৎ করেই ভাইরাল ঐশ্বর্য্য রাই বচ্চনের এই খাবার ছবি! কী এমন আছে এতে? ধন্যধন্য করছে সকলে
সেই মতো একে একে বিভিন্ন ধরনের পাখি, কুমির এবং একাধিক প্রজাতির হরিণ, জলহস্তি, জেব্রা, জিরাফ রাখা হয়েছে পার্কে। খুব শীঘ্রই এখানে বেঙ্গল টাইগার, লেপার্ড, সিংহ, রেড ক্যাঙ্গারু প্রভৃতি রাখার পরিকল্পনাও করা হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতদিন এই হরিণালয়ে প্রবেশ মূল্য ছিল মাত্র ৩০ টাকা৷ এখন তা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।
advertisement
তবে তড়িঘড়ি চিড়িয়াখানা তৈরি হলেও, পশু-পাখির যত্ন নেওয়া বা খাওয়ানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী কি নিয়োগ করা হয়েছে এখানে? উঠছে প্রশ্ন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 1:53 PM IST