Bomb Blast: রঘুনাথগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Murshidabad News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তবে প্রতিদিন সেন্টারে সন্ধ্যাবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মুর্শিদাবাদ: রবিবার সাত সকালেই রঘুনাথগঞ্জের লক্ষীজোলায় বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বোমা বিস্ফোরণ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোমা বিস্ফোরণের তীব্রতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাদ উড়ে যায় । যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তবে প্রতিদিন সেন্টারে সন্ধ্যাবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের সময় থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল লক্ষ্মীজলা গ্রাম। এলাকার মানুষের অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ঘরের মধ্যে বোমাগুলি রাখা ছিল সেই ফেটেই বিপত্তি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অন্য ঘরগুলোতেও ফাটল দেখা দেয়।
বাড়ির মালিকের মেয়ে সুপ্রিয়া খাতুন বলেন, ‘‘আমাদের বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ছিল। বহুদিন থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সন্ধ্যার সময় এই ঘরে আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই। রাতেও এই ঘরে আমার দাদারা ঢুকেছিল। তখন কিছু ছিল না। কেউ ব্যাগের মধ্যে বোম রেখে গিয়েছিল। পুলিশ তদন্ত করলেই আসল তথ্য উঠে আসবে।’’
advertisement
advertisement
এলাকার পঞ্চায়েত প্রধান নাসিদুল ইসলাম বলেন, ‘‘পুলিশ পুরো ঘটনা তদন্ত করুক। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা সেটা চাই। যদিও ঘটনার পরেই বাড়ির মালিক আয়নাল হাজিকে আটক করেছে পুলিশ।’’ এলাকার বিধায়ক ও রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘‘এখনও সিপিএমের দুষ্কৃতীরা রয়েছে। তাই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এই বোমগুলি মজুত রেখেছিল। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’’
advertisement
সিপিএমের জেলা সম্পাদক জামিল মোল্লা বলেন, ‘‘বোমা নিয়ে রাজনীতি সিপিএম করে না। মিথ্যা মামলায় আমাদের কর্মী সমর্থকদের ফাঁসানোর জন্য তৃণমূলের এগুলো চক্রান্ত। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক।’’
advertisement
রবিবার সাত সকালেই রঘুনাথগঞ্জের লক্ষীজোলায় বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বোমা বিস্ফোরণ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোমা বিস্ফোরণের তীব্রতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাদ উড়ে যাই । যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তবে প্রতিদিন সেন্টারে সন্ধ্যাবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 6:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bomb Blast: রঘুনাথগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক