Murshidabad News: খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও গর্ভবতী মহিলা সহ ২২ জন! তুলকালাম জেলায়

Last Updated:

Murshidabad News: অভিভাবকদের অভিযোগ, রান্না করার সময় খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে ছিল।

খিচুড়ি খেয়ে অসুস্থ
খিচুড়ি খেয়ে অসুস্থ
মুর্শিদাবাদ: আইসিডিএস সেন্টারের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিশু ও গর্ভবতী মহিলারা। মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুনপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা। ঘটনার প্রতিবাদে রাজ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। খোলা আকাশের নীচেই আইসিডিএস সেন্টারের রান্না ।যার কারণেই ঘটে গেল এই বিপত্তি।
অভিভাবকদের অভিযোগ, রান্না করার সময় খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে ছিল। আর সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ২২জন শিশু ও গর্ভবতী মহিলা। তাদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দু’জন গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
advertisement
advertisement
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষিপ্ত গ্রামের বাসিন্দারা অস্থায়ী রান্নার জায়গা ভেঙে ফেলে। ঘটনার প্রতিবাদে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সেই কারণে সেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সাড়িবদ্ধ ভাবে বাস লরি সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে পড়েন অভিভাবকরা।
advertisement
আইসিডিএস সেন্টারের খাবার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, রান্নার সময় গাফিলতির কারণে খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে। সেটা লক্ষ্য করেননি আইসিডিএস সেন্টারের কর্মীরা বলে অভিযোগ। খাবার খাওয়ার সময় অভিভাবকরা বিষয়টি লক্ষ্য করে। তারপর জানা জানি হতেই উত্তেজনার সৃষ্টি হয় স্কুল প্রাঙ্গণে। ওই আইসিডিএস সেন্টারে খোলা আকাশের নিচে রান্না হয়। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। কোন হেলদোল নেই ব্লক প্রশাসনের। ঘটনার পর আইসিডিএস সেন্টারের কর্মী এবং সহায়ককে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ।
advertisement
—– কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও গর্ভবতী মহিলা সহ ২২ জন! তুলকালাম জেলায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement