Murshidabad News: খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও গর্ভবতী মহিলা সহ ২২ জন! তুলকালাম জেলায়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad News: অভিভাবকদের অভিযোগ, রান্না করার সময় খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে ছিল।
মুর্শিদাবাদ: আইসিডিএস সেন্টারের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিশু ও গর্ভবতী মহিলারা। মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুনপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা। ঘটনার প্রতিবাদে রাজ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। খোলা আকাশের নীচেই আইসিডিএস সেন্টারের রান্না ।যার কারণেই ঘটে গেল এই বিপত্তি।
অভিভাবকদের অভিযোগ, রান্না করার সময় খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে ছিল। আর সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ২২জন শিশু ও গর্ভবতী মহিলা। তাদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দু’জন গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
advertisement
advertisement
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষিপ্ত গ্রামের বাসিন্দারা অস্থায়ী রান্নার জায়গা ভেঙে ফেলে। ঘটনার প্রতিবাদে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সেই কারণে সেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সাড়িবদ্ধ ভাবে বাস লরি সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে পড়েন অভিভাবকরা।
advertisement
আইসিডিএস সেন্টারের খাবার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, রান্নার সময় গাফিলতির কারণে খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে। সেটা লক্ষ্য করেননি আইসিডিএস সেন্টারের কর্মীরা বলে অভিযোগ। খাবার খাওয়ার সময় অভিভাবকরা বিষয়টি লক্ষ্য করে। তারপর জানা জানি হতেই উত্তেজনার সৃষ্টি হয় স্কুল প্রাঙ্গণে। ওই আইসিডিএস সেন্টারে খোলা আকাশের নিচে রান্না হয়। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। কোন হেলদোল নেই ব্লক প্রশাসনের। ঘটনার পর আইসিডিএস সেন্টারের কর্মী এবং সহায়ককে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ।
advertisement
—– কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 7:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও গর্ভবতী মহিলা সহ ২২ জন! তুলকালাম জেলায়