Murshidabad Nawab Story: শরীরে নবাবি রক্ত, পূর্বপুরুষরা হাতি,ঘোড়ায় সওয়ার হতেন! আজকের ছোটে নবাব ঘোরেন সাইকেলে!

Last Updated:

Murshidabad Nawab Story: তবে রাজ প্রাসাদ নেই। নেই রাজ্যেপাট। তবুও মানুষের মধ্যে হৃদয়ের মনি কোঠায় বেচেঁ আছেন একদা ছোটে নবাব রেজা আলি মির্জা ।

+
শরীরে

শরীরে নবাবি রক্ত, পূর্বপুরুষরা হাতি,ঘোড়ায় সওয়ার হতেন! আজকের ছোটে নবাব ঘোরেন সাইকেলে

মুর্শিদাবাদ: এক সময়ের মুর্শিদাবাদের নবাব হাতি, ঘোড়া, লোক লস্কর নিয়ে যাতায়াত করতেন। আজও রয়েছেন ছোট নবাব রয়েছেন। তবে নেই সেই হাতি, ঘোড়া, লোক লস্কর। একমাত্র সঙ্গী তাঁর সাইকেল৷
এক সময় মুর্শিদাবাদ ছিল নবাবের শহর। আজ বহু যুগ অতিক্রান্ত। না আজ সেই নবাবিয়ানা আছে। না আছে জৌলুস। নবাব পরিবারের নীল রক্ত শরীরে বয়ে চলেছেন সৈয়দ রেজা আলি মির্জা৷  বর্তমান নবাব পরিবারের অন্যতম প্রবীণ সদস্য। যিনি জনগণের কাছে মুর্শিদাবাদ জেলাতে ছোটে নবাব নামে অধিক পরিচিত। ছোট নবাব রেজা আলি মির্জার জন্ম লালবাগ শহরের বেগম মহলে। যদিও বর্তমানে সেই মহল আজ প্রায় ধ্বংস।
advertisement
advertisement
কিছু ভগ্ন দালান, বারান্দা বেচেঁ আছে। চারিদিকে বড় বড় ছোপ ছাড় আছে। এক সময়ের এইমহল ছিল বিশাল। একদা ছিল নিজের বাসগৃহ, সেখানে তার বেড়ে ওঠা সেখানেই ছিল তার কর্মজীবন। সেটা থেকে ভাগ্যের পরিহাস আর কিছুই হয়না। তবে সাধারণের থেকে সাধারণ হয়ে তিনি আজ দিন কাটান। যদিও গভীর রাত্রে জেগে ওঠে অতীতের সেই সোনালি দিন।
advertisement
বর্তমানে ছোট নবাব রেজা আলি মির্জা তিনি সাইকেলে চেপে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রেখেছেন। দিন রাত সাইকেলে করেই ঘুরে বেড়ান এ প্রান্ত থেকে সেই প্রান্ত। খোঁজ নেন কেমন আছেন শহরের মানুষজন। শহরের এক কোনে দ্বিতল ঘরে বসবাস করেন পরিবার নিয়ে। বর্তমানে তার স্ত্রী, পুত্র, পুত্র বধূ, নাতনি নিয়ে সংসার যাপন করেন ছোটে নবাব রেজা আলি মির্জা । ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস। সিরাজউদ্দৌলাকে আজও মসনদে রেখে সম্মান জানান বর্তমানের এই ছোটে নবাব রেজা আলি মির্জা ।
advertisement
আগে হাজারদুয়ারি চত্বরে কাজ করলেও এখন কোনও পেনশন পান না। তাঁর সন্তান বর্তমানে হাইস্কুলের প্রধান শিক্ষক। ছোটে নবাব রেজা আলি মির্জা লোকাল ১৮ বাংলাকে জানিয়েছেন, ‘‘এখন কোনও সরকারি ভাতা তাঁরা পান না। যা নিয়ে বারবার আবেদন করা হয়েছে। একাধিক কেস চলছে যা আদালতে বিচারাধীন। কেন্দ্রীয় সরকার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাছে আবেদন করা হয়েছে। আগে আমি চাকরি করতাম, কেয়ার টেকারের কাজ করতাম। আমি খুব কষ্ট করে সংসার চালিয়েছি। বর্তমানে আমার সন্তান হাইস্কুলের প্রধান শিক্ষক।’’
advertisement
তবে রাজ প্রাসাদ নেই। নেই রাজ্যেপাট। তবুও মানুষের মধ্যে হৃদয়ের মনি কোঠায় বেচেঁ আছেন একদা ছোটে নবাব রেজা আলি মির্জা ।
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Nawab Story: শরীরে নবাবি রক্ত, পূর্বপুরুষরা হাতি,ঘোড়ায় সওয়ার হতেন! আজকের ছোটে নবাব ঘোরেন সাইকেলে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement