Murshidabad News: মরণাপন্ন রোগী নিয়ে আর ছোটাছুটি নয়! রাজ্যের প্রথম গ্রামীণ হাসপাতালে চালু হল HDU পরিষেবা, খুশির হাওয়া লালগোলায়
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: মরণাপন্ন রোগী নিয়ে আর ছুটতে হবে না জঙ্গিপুর কিংবা বহরমপুর। লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চালু হল HDU চিকিৎসা পরিষেবা। নবনির্মিত এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আপাতত রয়েছে ১০টি শয্যা।
লালগোলা, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মরণাপন্ন রোগীর ক্রিটিক্যাল অবস্থার জন্য ICU বা CCU খোঁজে ছুটে যেতে হত জঙ্গিপুর বা বহরমপুরে। সমস্যায় পড়তে হতো সীমান্তবর্তী গ্রাম হিসেবে পরিচিত কৃষ্ণপুরের মানুষকে। কারণ শিয়ালদহ শাখার শেষ স্টেশন ও মুর্শিদাবাদ জেলার শেষ ব্লক লালগোলা। আর লালগোলার পাশেই অবস্থিত কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসার উপর নির্ভর করে থাকেন গোটা গ্রামের সাধারণ মানুষ। তাই তাদের কথা মাথায় রেখেই এবার চালু হল HDU চিকিৎসা পরিষেবা। খুবই ক্রিটিক্যাল রোগীদের এখানে ভর্তি করা হবে। গ্রামীণ হাসপাতালে এই উদ্যোগ গোটা রাজ্যের মধ্যে প্রথম।
জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের সংসদীয় তহবিলের অর্থায়নে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে একটি নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফিতে কেটে এই স্বাস্থ্য পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন সাংসদ খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী। মুর্শিদাবাদের ACMOH সুদীপ কান্তি সরকার।
আরও পড়ুনঃ অস্বাভাবিক মৃত্যুতে আর দুর্ভোগ নয়! পোস্টমর্টেম পোর্টাল থেকে ঝটপট পেয়ে যান ময়নাতদন্তের রিপোর্ট, এক ক্লিকে জানুন আবেদনের সহজ উপায়
এই নতুন HDU ইউনিট স্থানীয় জনগণের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি শয্যার সঙ্গে থাকবে মনিটর এবং অক্সিজেনের ব্যবস্থা। হাসপাতালে যে সব বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাঁরাই এই বিভাগে পরিষেবা দেবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৩ বছর বয়সেই ইন্টারন্যাশনাল স্টার! খেলার বয়সে একের পর এক খেতাব জয়, পটাশপুরের বিস্ময় শিশুর প্রতিভায় সবাই হতভম্ব
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল হোক বা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, ক্রমশ বাড়ছে রোগীর চাপ। ক্রিটিক্যাল রোগীর চাপও ক্রমশ বেড়েই চলেছে। সেই কথা মাথায় রেখেই এবার ব্লক হাসপাতালে নতুন করে HDU চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যালের উদ্যোগে এই হাসপাতাল এক নতুন রুপ ফিরে পেল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ACMOH সুদীপ কান্তি সরকার জানিয়েছেন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মহকুমা হাসপাতাল থেকে দূরত্বের কারণে আশঙ্কাজনকরোগীদের অন্যকোন হাসপাতালে রেফার করে নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল। এখন এই পরিষেবার সঙ্গে সেই সমস্যা অনেকটাই দূর হবে। তাই রোগীর চাপ বাড়তে থাকায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড তৈরির জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। সাংসদ তহবিল থেকেই তৈরি হয় এই পরিষেবা। যাতে উপকৃত হবেন রোগী ও রোগীর আত্মীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 22, 2025 1:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মরণাপন্ন রোগী নিয়ে আর ছোটাছুটি নয়! রাজ্যের প্রথম গ্রামীণ হাসপাতালে চালু হল HDU পরিষেবা, খুশির হাওয়া লালগোলায়









