কিছু বুঝে ওঠার আগেই সব শেষ! চোখের সামনে এত বড় ভয়ঙ্কর ঘটনা! কী যে হবে কেউ জানেন না

Last Updated:

ভয়াবহ গঙ্গা ভাঙনের জেরে নিজের সম্বলটুকু বের করতে পারেননি। ফলে তলিয়ে গিয়েছে বাড়ি। চোখের সামনে তলিয়ে যাবে এই ভাবে ঘর বাড়ি কখনও বুঝে উঠতে পারেন না কেউ।

+
সামশেরগঞ্জে

সামশেরগঞ্জে ভাঙনে হারিয়ে দিশেহারা পরিবার 

সামশেরগঞ্জ, তন্ময় মন্ডল: সামশেরগঞ্জের বাসিন্দা মাধুরী সরকার। ভয়াবহ গঙ্গা ভাঙনের জেরে নিজের সম্বলটুকু বের করতে পারেননি। ফলে তলিয়ে গিয়েছে বাড়ি। ঠিক তেমনই আসবাবপত্র। চোখের সামনে তলিয়ে যাবে এই ভাবে ঘর বাড়ি কখনও বুঝে উঠতে পারেন না কেউ। মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হল গঙ্গা ভাঙন ।সামশেরগঞ্জে উত্তর চাচন্ড এলাকায় লাগাতার ভাঙন এখনও অব্যাহত। কবে এই ভাঙন থেকে মুক্তি মিলবে তা জানেন না গ্রামের বাসিন্দারা।
গত কয়েকদিন থেকেই সামশেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বাঁধে ফাটল ধরে জল ঢোকে গ্রামগুলিতে। এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাধুরী সরকার, পলাশ সিংহ, লোহারাম সিংহ, অরিজিৎ বর্মন, লক্ষণ বর্মন-সহ আরও বেশ কয়েকজনের বাড়ি ভোররাতে তলিয়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েক’শ পরিবার। অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
মুর্শিদাবাদের বাসিন্দা মাধুরী সরকার জানিয়েছেন, “আমার আর কিছুই নেই। ঘরে যা ছিল সব চলে গেছে গঙ্গা গর্ভে। ভাবতে পারিনি এমনটা হবে। চোখের সামনেই আসবাবপত্র থেকে বিছানা, বাসনপত্র সমস্ত কিছুই তলিয়ে গিয়েছে ভয়াবহ গঙ্গাতে। কিছুই ঘর থেকে বের করে নিয়ে আসতে পারিনি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক বাসিন্দা বাপি সিংহ জানান, একাধিক বাড়ি তলিয়ে গেছে। নদীর ধারে পলাশ সিংহের বাড়ি তলিয়ে গেছে, একই অবস্থা লোহারাম, সুধাংশু মোড়লের বাড়িও গঙ্গা গর্ভে। দিশেহারা হয়ে খোলা আকাশের নীচে ঠাই ক্ষতিগ্রস্ত পরিবারের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কিছু বুঝে ওঠার আগেই সব শেষ! চোখের সামনে এত বড় ভয়ঙ্কর ঘটনা! কী যে হবে কেউ জানেন না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement