লাগাতার বৃষ্টিতে ধুয়ে গেল জমি, ফসল নষ্ট! মাথায় হাত চাষিদের...আম খেতে পারবেন তো এবছর?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Crops Damage In rain: লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতো সকাল থেকে মেঘলা আকাশ। এতেই ভরাডুবি চাষের।
মুর্শিদাবাদ: বসন্তে হঠাৎ বৃষ্টি। হঠাৎই বসন্ত কালে বৃষ্টির জেরে মাথায় হাত কৃষকদের। বৃহস্পতি পেরিয়ে শুক্রবারে আকাশের মুখভার। লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতো সকাল থেকে মেঘলা আকাশ। কোথাও কোথায় হালকা ও মাঝারি বৃষ্টি হয়।
advertisement
চৈত্রের অকাল বর্ষনে গরম থেকে রেহাই পাওয়া গেলেও চাষবাসের ক্ষেত্রে এই বৃষ্টির এক ফোঁটা যেন অভিশাপ। অকাল বৃষ্টিতে রবি ফসলের ক্ষতির আশঙ্কা প্রবল। আলু, পেঁয়াজ, সর্ষে, মরশুমি বিভিন্ন সবজি থেকে গম– চাষ নিয়ে চাষিদের মাথায় হাত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে আমের মুকুলও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
হঠাৎ বর্ষণে জমিতে থাকা আলুর পচন ধরতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
বর্তমানে এখন জমি থেকে গম কাটার তোরজোড়ও চলছে। আর এই সময়ে বৃষ্টি হওয়ায় গম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। চাষিদের আশঙ্কা এই বৃষ্টিতে আমের মুকুল নষ্ট হয়ে গেল। ঝোড়ো হাওয়ায় গম জমিতেই নষ্ট হবে। প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত চাষিদের। মুর্শিদাবাদ জেলার লালবাগ, জিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আমের মুকুল নষ্ট হতে পারে যার কারণে মাথায় হাত আমচাষিদের কপালে।
advertisement
অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ায় নষ্ট হয়েছে বহু ফুল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে। তবে লাগাতার বৃষ্টি হলে কী ভাবে সামাল দেবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কৃষিজীবী মানুষদের কাছে। আপাতত হাওয়া বদলের অপেক্ষার প্রহর গুনছেন মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের চাষিরা।
advertisement
যদিও কৃষি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে বৃষ্টির জেরে গম ও আম চাষে ক্ষতি হতে পারে। কৃষি দফতর নজর রাখছে বিভিন্ন জায়গায়।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 4:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লাগাতার বৃষ্টিতে ধুয়ে গেল জমি, ফসল নষ্ট! মাথায় হাত চাষিদের...আম খেতে পারবেন তো এবছর?