Murshidabad News: ৫ মাসে আটকেছে হাজারের বেশি বিয়ে! বাল্যবিবাহ রোধে তৎপর জেলা প্রশাসন, সামাজিক ব্যাধি দূর করতে বহরমপুরে বিশেষ আয়োজন

Last Updated:

Murshidabad News: বিগত ৫ মাসে প্রায় এক হাজারেরও বেশি বাল্যবিবাহ রোধ করেছে জেলা প্রশাসন। জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতকে এক এক করে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বাল্যবিবাহ বন্ধ করতে এখনও সচেতনামূলক প্রচারের প্রয়োজন রয়েছে।

বহরমপুর রবীন্দ্র সদনে বিশেষ কর্মসূচি
বহরমপুর রবীন্দ্র সদনে বিশেষ কর্মসূচি
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ জেলা জুড়ে বাল্যবিবাহ বন্ধ করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে জেলা প্রশাসন। হাতেনাতে তার ফলও মিলছে। বিগত ৫ মাসে প্রায় এক হাজারেরও বেশি বাল্যবিবাহ রোধ করেছে জেলা প্রশাসন। জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতকে এক এক করে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বাল্যবিবাহ রুখতে এখনও সচেতনামূলক প্রচারের প্রয়োজন রয়েছে।
এবার সেই উদ্দেশে বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী পাচার, স্কুলছুট, মিশন নির্মল বাংলা সহ একাধিক বিষয়ে সচেতনতার প্রচার চালানো হয়।
আরও পড়ুনঃ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রামপুরহাট! হাত-পা উড়ে গেল ২ জনের, অক্সিজেন সিলিন্ডার ফেটে মারাত্মক কাণ্ড
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলাশাসক নীতিন সিংহানিয়া, বহরমপুর জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত, খিদিরপুর গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলাকে খুব দ্রুত বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। বাল্যবিবাহ, শিশুশ্রম সহ সমস্ত সামাজিক ব্যাধি নির্মূল করতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ৫ মাসে আটকেছে হাজারের বেশি বিয়ে! বাল্যবিবাহ রোধে তৎপর জেলা প্রশাসন, সামাজিক ব্যাধি দূর করতে বহরমপুরে বিশেষ আয়োজন
Next Article
advertisement
Hong Kong Fire: হংকংয়ে ভয়াবহ আগুনের গ্রাসে ৮টি আবাসিক বহুতল, মৃত ১৩! ভিতরে আটকে থাকতে পারেন কয়েকশো বাসিন্দা
হংকংয়ে ভয়াবহ আগুনের গ্রাসে ৮টি আবাসিক বহুতল, মৃত ১৩! কয়েকশো মানুষের আটকে থাকার আশঙ্কা
  • হংকংয়ের আটটি বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৩!

  • বহুতলের ভিতরে আটকে থাকতে পারেন বহু বাসিন্দা৷

  • ৪৮০০ বাসিন্দার মধ্যে উদ্ধার ৭০০ জন৷

VIEW MORE
advertisement
advertisement