Murshidabad News: ডিউটিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা! ধাক্কা মেরে বেরিয়ে গেল গাড়ি, মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের

Last Updated:

Murshidabad News: হরিহরপাড়ার রামকৃষ্ণপুরে ডিউটিতে যাওয়ার সময় দুর্ঘটনায় শাহাদাত শেখের মৃত্যু, পরিবারে শোক. পুলিশ ৫০ হাজার টাকার চেক ও চাকরির আশ্বাস দিয়েছে.

শোকস্তব্ধ পরিবারে থানার আইসি ও পুলিশ আধিকারিকরা
শোকস্তব্ধ পরিবারে থানার আইসি ও পুলিশ আধিকারিকরা
হরিহরপাড়া, কৌশিক অধিকারী: ডিউটিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার রামকৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানা যায় মৃত সিভিক ভলেন্টিয়ার এর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর অঞ্চলের কালোদিয়াড় এলাকায়। মৃত সিভিকের  নাম শাহাদাত শেখ।
পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিন ডিউটিতে যাওয়ার সময় রাস্তায় বড় গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছটফট করতে থাকলে স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে বহরমপুর নিয়ে যাওয়া হয় সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতা কলকাতা এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবারের অন্যতম রোজগেরে পুরুষ ছিলেন শাহাদাত শেখ। কিন্তু দুর্ঘটনায় তার প্রাণ যেতেই ভেঙে পড়েন পরিবার।
advertisement
advertisement
এই ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে  মৃত সিভিক ভলেন্টিয়ার এর বাড়িতে পৌঁছায় মুর্শিদাবাদ ট্রাফিক অ্যাডিশনাল এসপি অনিমেষ রায়,  হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন শেখ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুলিশের পক্ষ থেকে মৃত সিভিকের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন, এবং মৃত সিভিকের  ভলেন্টিয়ারের স্ত্রীকে সিভিক ভলেন্টিয়ার এর চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে পুলিশ মহল বলে জানা যায়। দেহ ময়না তদন্তের পর শুক্রবার সন্ধ্যায় দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে । গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে কান্নার রোল ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ডিউটিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা! ধাক্কা মেরে বেরিয়ে গেল গাড়ি, মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement