Murshidabad News: থাইল্যান্ডে আন্তর্জাতিক যোগাসনে প্রথম বাংলার ছেলে! খুশির হাওয়া নবাবের জেলায়
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে আয়োজিত ২০২৪ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সাবলপুর গ্ৰামের বাসিন্দা সুমন্ত ঘোষ।
মুর্শিদাবাদ: সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে আয়োজিত ২০২৪ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সাবলপুর গ্ৰামের বাসিন্দা সুমন্ত ঘোষ। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন এশিয়া প্যাসিফিক টু পয়েন্ট জিরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সুমন্ত ঘোষ।
গত ১৭ সেপ্টেম্বর থাইল্যান্ডের পাতাইয়ার একটি হোটেলে ওই প্রতিযোগিতা হয়। যার মধ্যে শ্রীলঙ্কা, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালিশিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, মিশর ইত্যাদি দেশগুলি অংশগ্রহণ করেছিল এবং ভারতের প্রতিনিধি হিসাবে তিনি অংশ গ্রহণ করেন সুমন্ত। এই প্রতিযোগিতায় সুমন্ত ঘোষ প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক জয় করেন।
তিনি জানান, বর্তমানে তিনি হাওড়া জেলায় কৃষি দফতরের সরকারি চাকরি করেন। সেখান থেকেই হাওড়া জেলার বাগনানের এক জোগাচার্য আশ্রম থেকে তার এই পথ চলা শুরু হয়। যা আজ তাকে সাফল্যর চাবিকাঠি এনে দিয়েছে। যদি শরীর ও মন সুস্থ থাকে তবে আগামী ডিসেম্বরে বিশ্বকাপ যোগাসন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চান। যোগাসনের বিশ্বকাপে দেশের পতাকা ওড়াতে চান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs BAN: ভারতের ২ তারকার কেরিয়ার চিরতরে শেষ! বুঝিয়ে দিল বাংলাদেশ সিরিজ? জানুন বিস্তারিত
সুমন্তর স্বর্ণপদক লাভের খুশিতে আপ্লুত তাঁর গ্রামের বাসিন্দারা। সাবলপুর গ্রামে এখন খুশির হাওয়া। গ্রামের জয়দেব ঘোষ, সুখদেব ঘোষ বলেন, আমাদের ঘরের ছেলে দেশের হয়ে স্বর্ণপদক পেয়েছে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে! সোনার ছেলে ঘরে ফিরে আসতেই তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে । তবে বর্তমানে মোবাইল থেকে নিজেকে দুরে রেখে গ্রামের মুখ উজ্জ্বল করতেই খুশি গ্রামের বাসিন্দারাও।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2024 4:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: থাইল্যান্ডে আন্তর্জাতিক যোগাসনে প্রথম বাংলার ছেলে! খুশির হাওয়া নবাবের জেলায়