যানজটে ফাঁসার দিন শেষ...! ৪৮ লাখে শহরের বুকে নতুন সেতু, হাঁফ ছেড়ে বাঁচবেন বহরমপুরবাসীরা

Last Updated:

আর হবে না যানজট। এবার শহরের বুকেই তৈরি হচ্ছে সেতু। মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার এলাকায় অবস্থিত হোতাসাঁকো।

+
চলছে

চলছে নতুন হোতাসাঁকো সেতুর কাজ

বহরমপুর: আর হবে না যানজট। এবার শহরের বুকেই তৈরি হচ্ছে সেতু। মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার এলাকায় অবস্থিত হোতাসাঁকো। এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে থাকেন বহু মানুষ। কিন্তু ব্রিটিশ আমলের এই সেতু ধ্বংসাবশেষ তৈরি হয়েছিল। সাংসদ থাকা কালীন অধীর চৌধুরী এই সেতু নির্মাণের জন্য আর্থিক সাহায্য প্রদান করেন। বর্তমানে জোর কদমে চলছে সেতু নির্মাণের কাজ। যদিও শহরবাসী দাবি, নতুন সেতু চালু হলেও ঐতিহাসিক পুরোনো সেতু যেন চলাচল করতে দেওয়া হয়।
জানা গিয়েছে, হোতা সাঁকো মুর্শিদাবাদের একটি বিখ্যাত সেতু যা কাশিমবাজার এবং খাগড়ার মধ্যে সংযোগ স্থাপন করে। এটি বিষ্ণুপুর বিলের উপর অবস্থিত এবং কাশিমবাজার ও খাগড়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে পুরনো সেতু এবং মাধ্যমে কাশিমবাজার রাজ বাড়ি অঞ্চলে প্রবেশ করা যায়।
advertisement
advertisement
এটি একটি সরু সেতু এবং দুই দিকে ঢালু পথ আছে। যা শহরের মূল ভূখণ্ডের সঙ্গে কাশিমবাজারকে যুক্ত করে। কয়েক বছর আগেই বিষয়টি জানতে পেরে মুর্শিদাবাদের বহরমপুর তৎকালীন সময়ে সাংসদ অধীর চৌধুরীর নজরে আসে। ফলে পুরোনো সাঁকো রেখে পাশেই নতুন করে আরও একটি সাঁকো তৈরির পরিকল্পনা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
সেই মত সাংসদ তহবিলের উন্নয়ন থেকেই ৪৮ লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন সাঁকো তৈরি করতে উদ্যোগী হন। তবে নতুন করে এই সেতু নির্মাণের পর আগামী দিনে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি, অধীর চৌধুরীর আবেদন নতুন সেতু তৈরি করা হলেও ঐতিহাসিক পুরোনো সেতু যেন রাখা হয়।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যানজটে ফাঁসার দিন শেষ...! ৪৮ লাখে শহরের বুকে নতুন সেতু, হাঁফ ছেড়ে বাঁচবেন বহরমপুরবাসীরা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement