দ্রুত গতিতে ছুটছিল বাইক! আচমকা সামনে চলে এল... এক মুহূর্তে সব শেষ! গোটা গ্রামে শোক
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
দ্রুত গতির বাইকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক মৃত্যু চালকের।
ইসলামপুর, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ মুর্শিদাবাদে সাংঘাতিক দুর্ঘটনা। ট্রাক্টর ও মোটরবাইকের মধ্যে সংঘর্ষের ফলে পথের বলি হলেন বাইক আরোহী। শেখপাড়া থেকে ইসলামপুরের দিকে মোটরবাইকে চেপে যাচ্ছিলেন এক যুবক। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে গেল তাঁর জীবনযাত্রা। ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারায় বাইক আরোহী। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শরিফুল ইসলাম (২৫)।
জানা যাচ্ছে, ইসলামপুর থানার গোয়াসের নবাবগঞ্জ এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে ওই মোটরবাইকের। তীব্র সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পিষে ঘটনাস্থলেই মারা যান যুবক। নিহতের বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত পাহাড়পুর এলাকায়।
আরও পড়ুনঃ উলটে গিয়েছিল পড়ুয়া বোঝাই স্কুল ভ্যান! ভিডিও ভাইরাল হতেই অভিনব উদ্যোগ প্রশাসনের, মুখে হাসি নবগ্রামবাসীর
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকায়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মটরবাইক গতি দ্রুত ছিল। অন্যদিকে ট্রাক্টরও অতি দ্রুত গতিতে যাচ্ছিল। কিন্তু মাঝ পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আর তাতেই প্রাণ যায় শরিফুল ইসলামের। পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাক্টর-সহ চালক পলাতক। মৃতদেহের ময়নাতদন্তের পর তা তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2025 5:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দ্রুত গতিতে ছুটছিল বাইক! আচমকা সামনে চলে এল... এক মুহূর্তে সব শেষ! গোটা গ্রামে শোক









