Vegetables Price Hike: শীতের মরশুমেও সবজির দামে আগুন! এবার অ্যাকশন নিতে চলেছে প্রশাসন, কারণ খুঁজতে চলবে অভিযান

Last Updated:

Murshidabad Vegetables Price Hike: শীতকালের ভোজন বিলাসের ট্রেডমার্ক ফুলকপি, বাঁধাকপি থেকে বেগুন, সিম কোনওকিছুই যেন ছোঁয়া যাচ্ছে না চড়া দামের আঁচে।

+
শীতের

শীতের সবজির বাজার 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: হেমন্তের ঠাণ্ডা আমেজ দিলেও শীতকালীন সবজির চড়া দাম হাত পোড়াচ্ছে গৃহস্থের। শীতকালের ভোজন বিলাসের ট্রেডমার্ক ফুলকপি, বাঁধাকপি থেকে বেগুন, সিম কোনওকিছুই যেন ছোঁয়া যাচ্ছে না চড়া দামের আঁচে। সেই সঙ্গে প্রায় প্রতিদিনই ওঠানামা করছে সবজির খুচরো বাজারদর। যে কারণে বাজারে পকেট ফাঁকা। এছাড়াও এখন মাথায় ঘাম মধ্যবিত্তের। শীতে সবজির দামে ছ্যাঁকা খাওয়ার যোগার। হেঁসেল সামলাতে জেরবার দশা দিনমজুর থেকে মধ্যবিত্তের। বাজারে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
উৎসবের মরশুম শেষ৷ শীতের সবজি বাজারে ঢুকতে শুরু করেছে৷ কিন্তু তাতেও স্বস্তি নেই মধ্যবিত্তের হেঁশেলে৷ নভেম্বরের চতুর্থ সপ্তাহেও আলু, বেগুন থেকে ফুলকপি, বাঁধাকপি-সব সবজির দামই উর্ধ্বমূখী। শীতের সবজি বাজারে এলেও খুচরো বাজারের চড়া দাম নিয়ে সাধারণ ক্রেতা থেকে সরকারি আধিকারিকরা ধোঁয়াশায় থাকলেও, এর মূলে রয়েছে পাইকারি বাজারে স্থানীয় শীতকালীন সবজির জোগানে ব্যাপক ঘাটতি এবং বাইরে থেকে আসা সবজি নিয়ন্ত্রিত বাজার থেকে সোজা প্রতিবেশী রাজ্যে চলে যাওয়া।
advertisement
advertisement
বিক্রেতাদের কথায়, খুচরো বাজারে চড়া দামের কারণ হিসেবে বিক্রেতারা জোগানের ঘাটতির পাশাপাশি ছাঁটাই বাছাইকেও দায়ি করেছেন। স্থানীয় চাষিরা সামান্য যেটুকু শসা, সিম, বরবটি, মুলো বাজারে আনছেন তা বিক্রি হচ্ছে উত্তর-পূর্ব থেকে আমদানি হওয়া সবজির থেকেও বেশি দামে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিক্রেতারা জানিয়েছেন, বেগুন ১০০ টাকা/কেজি, পটল ৫০ টাকা/কেজি, ফুলকপি ২০ টাকা/পিস, সিম ৮০ টাকা/কেজি, টমেটো ৮০ টাকা/কেজি, শসা ৮০ টাকা/কেজি। শুধু তাই নয়, বাজারে বাড়ছে ডিমের দামও। ডিম পিসপিছু আট টাকায় বিক্রি হয়েছে, খুচরো বিক্রেতারা বাধ্য হয়ে তা নয় টাকায় বিক্রি করছেন। যদিও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, বাজারে সবজির দাম অনেকটাই বেশি, কী কারণে তা খতিয়ে দেখা হবে। আমাদের টিম দৈনন্দিন বাজারে ঘুরে দেখছেন। তবে অতি দ্রুত নাম নিয়ন্ত্রণে আসবে বলেই আশাবাদী আমরাও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetables Price Hike: শীতের মরশুমেও সবজির দামে আগুন! এবার অ্যাকশন নিতে চলেছে প্রশাসন, কারণ খুঁজতে চলবে অভিযান
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement