এ কী! একসঙ্গে বসে 'মুড়ি' খাচ্ছেন হাজার হাজার মানুষ..! কারণ জানলে হতবাক হবেন!

Last Updated:

Bankura News: মানুষের সঙ্গে বসে মুড়ি খেয়ে ভাল হচ্ছে সম্পর্ক! সেই কারণে বাঁকুড়ার মানুষ উপভোগ করেন এই মেলা।

+
একসঙ্গে

একসঙ্গে সবাই বসে মুড়ি খেলে সম্পর্ক নাকি ভাল হয়! কী বলছেন বাঁকুড়ার মানুষজন?

বাঁকুড়া: মুড়ি মেলা। এ এক অভিনব মেলা৷ এই মেলায় ব্যবসায়ীরা দোকান পেতে বসে নেই। হচ্ছে না কোন বিকিকিনি। এই মেলার অভিনবত্ব হচ্ছে শুধু খাওয়া দাওয়া। মুড়ি মেলাতে হাজারে হাজারে মানুষ হাজির হয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন মুড়ি। সঙ্গে চলে দেদার আনন্দ- হৈ-হুল্লোড়। কিন্তু এতোসবের পরেও এই মেলার বিশেষত্ব একটাই, এখানে কেনাকাটার কোনও বালাই নেই!
এই মেলা মড়গড়ীসিনি’ নামে পরিচিত ৷ সকালে মেলা জুড়ে মুড়ি ছাড়া অন্য কোনও খাদ্য দ্রব্যের চল নেই৷ প্রতি বছরই অভিনব এই মেলাকে ঘিরে মানুষের আকর্ষণ থাকে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামে৷ শীতের রোদ গায়ে মেখে যে মেলায় হাজির হন ৭ থেকে ৭৭-সকলেই৷
একসঙ্গে সবাই বসে মুড়ি খেলে সম্পর্ক নাকি ভাল হয়! কী বলছেন বাঁকুড়ার মানুষজন? Muri festival Bankura news eating-puffed-rice-together-makes-healthy-relationship-do you know this tradition of bengal
advertisement
advertisement
একসঙ্গে সবাই বসে মুড়ি খেলে সম্পর্ক নাকি ভাল হয়! কী বলছেন বাঁকুড়ার মানুষজন?
advertisement
কী ভাবে এই মেলার উৎপত্তি, সেই রহস্যে উদঘাটন করতে গিয়ে উঠে আসে আরও এক অভিনব তথ্য৷ একসঙ্গে বসে মুড়ি খেলে নাকি সম্পর্ক আরও দৃঢ় হয়!-এমনটাই দাবি উদ্যোক্তা থেকে গ্রামের প্রবীন মানুষদের৷
advertisement
কয়েকশো বছরের পুরানো এই মেলা ফি-বারের মতএবারও শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন৷ তিন থেকে চার দিন চলে এই মেলা। স্থানীয়রা জানিয়েছেন, গ্রাম্য দেবতা মড়গড়িসিনীর বাৎসরিক বিশেষ পুজা উপলক্ষ্যে মকর সংক্রান্তির দিন বসে এই মেলা৷ প্রত্যেকেই বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে এই গ্রাম্য দেবতার সামনে বসে খান।
মকর সংক্রান্তির পর তিন দিন একইভাবে চলতে থাকে এই আয়োজন। জনশ্রুতি, কয়েকশো বছর আগে গ্রাম্য দেবতা মড়গড়িসিনী কোনওএক বৃদ্ধকে স্বপ্নাদেশ দেন। তাঁর নির্দেশে এখানে বিশেষ পুজা পাঠ, মেলার আয়োজন ও মুড়ি মেলার সূচনা হয়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ কী! একসঙ্গে বসে 'মুড়ি' খাচ্ছেন হাজার হাজার মানুষ..! কারণ জানলে হতবাক হবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement