#গোবরডাঙ্গা: মায়ের কঠিন পরিশ্রমের সফলতা এনে দিল গোবরডাঙ্গার মৃণ্ময়।
বাবা ভিনদেশে কাজ করেন। ছেলের পড়াশোনার জন্য স্বরূপনগরের বাড়ি ছেড়ে মা লিপিকা মণ্ডল ছেলেকে নিয়ে গোবরডাঙ্গা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। ছেলের পড়াশোনা জন্য সংসারের কাজের ফাঁকে লিপিকা দেবী সেলাইয়ের কাজও করতেন l হাজারও কষ্ট থাকলেও তা ছেলে কখনও বুঝতে দেননি মা । সব সময় চেয়েছেন ছেলে পরীক্ষায় ভালো ফল করুক। হয়েছেও তাই ৷ ছেলে পেয়েছে ৪৯৪ ৷ সরাসরি রাজ্যের তৃতীয় । কিন্তু কখন ভাবতে পারেনি রাজ্যস্তরে কোন র্যাঙ্ক করবে ছেলে। ছেলের এই আকাশছোঁয়া সাফল্যে আজ সব থেকে খুশি লিপিকাদেবী l সাফল্যের ভাগীদার নিজে একা না হয়ে বাবাকেও দিয়েছেন l এই সাফল্যের পরে ছেলে চায় ডাক্তার হতে, কিন্তু ডাক্তারি পড়া কতটা চালাতে পারবেন তা নিয়ে আছে প্রশ্ন ৷ মা লিপিকা দেবী জানালেন, সরকারি সহযোগিতা পেলে ভাল হয় l